কুমিল্লা প্রতিনিধিঃ
কুমিল্লার চৌদ্দগ্রামে মঙ্গলবার মাইক্রোবাস বোঝাই দুই হাজার পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে হাইওয়ে পুলিশ। এসময় পুলিশ মাইক্রো চালক মাকমুদুল হককে আটক করেছে। তিনি কক্সবাজার জেলায় ইসলামপুরের ব্রাহ্মণগাছা মফিজ আলমের পুত্র।
মিয়াবাজার হাইওয়ে পুলিশের সার্জেন্ট মো. ইব্রাহিম জানান, গোপন সংবাদের ভিত্তিতে এসআই আমান উল্যাহ সরকারের নেতৃত্বে পুলিশের একটি দল মহাসড়কের হাড়িসর্দ্দার এলাকা থেকে ঢাকামুখী একটি মাইক্রোবাস জব্দ করে। পরে তল্লাশি চালিয়ে দুই হাজার পিছ ইয়াবা ট্যাবলেটসহ চালককে আটক করা হয়। এব্যাপারে চৌদ্দগ্রাম থানায় মাদক আইনে মামলা করা হয়েছে।