মোঃ নাজিম উদ্দিনঃ
০৮ ফেব্রুয়ারী ২০১৫ ইং(মুরাদনগর বার্তা ডটকম):
কুমিল্লার মুরাদনগর উপজেলা আওয়ামীলীগের কার্য্যলয়ের সামনে মুরাদনগর-কোম্পানীগঞ্জ সড়কে রবিবার বিকাল সাড়ে ৩ টায় মানববন্ধন করে উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ-সংগঠন।
সারাদেশে ২০দলীয় জোটের রাজনৈতিক কর্মসূচির আড়ালে পেট্রোলবোমা মেরে নিরীহ মানুষ হত্যার প্রতিবাদে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে অন্যদের মধ্যেেউপস্থিত ছিলেন, মুরাদনগর উপজেলা আ’লীগের সাবেক সহ-সভাপতি সৈয়দ আহম্মেদ হোসেন আউয়াল, বাবু স্বপন কুমার সাহা ও হেলাল উদ্দিন মজনু, সাবেক যুগ্ম-সাধারন সম্পাদক এ্যাডভোকেট সৈয়দ তানভীর আহম্মেদ ফয়সাল, সাবেক সংগঠনিক সম্পাদক মাসুকুল ইসলাম মাসুক, কৃষকলীগ সভাপতি পার্থ শারথী দত্ত, আবুল কালাম আজাদ, তারিকুল ইসলাম দিপু, ভিপি জাকির হোসেন, যুবলীগ নেতা বসির আহাম্মদ, নূরুল ইসলাম রিপন, সেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আব্দুর রহিম, যুগ্ম আহ্বায়ক খাইরুল ইসলাম, মানিক সরকার, সদস্য সচিব সেলিম সরকার প্রমুখ।