মো: মাসুদ রানা, স্টাফ রির্পোটারঃ
১৪ ফেব্রুয়ারী ২০১৫ ইং (মুরাদনগর বার্তা ডটকম):
নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে ও ক্রসফায়ারের নামে নেতা-কর্মীদের হত্যা, পঙ্গু করা ও গণগ্রেফতারের প্রতিবাদে ২০ দল ঘোষিত কর্মসুচির অংশ হিসেবে শনিবার বিকাল সাড়ে ৩টায় মুরাদনগর উপজেলা সদরে ২০ দলীয় জোট বিক্ষোভ মিছিল করে।
মিছিলটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে দিকে যেতে চাইলে পুলিশ বাধাদেয়, পরে মিছিলটি বিএনপির ভাইস চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদের বাসভবনের সামনে সংক্ষিপ্ত সমাবেশের শেষে বিক্ষোভ শেষ করে।
সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি’র সাধারন সম্পাদক মোল্লা মজিবুল হক, জামায়াতের প্রচার সম্পাদক মো: নজরুল ইসলাম, যুবদলের যুগ্ম আহ্বায়ক মো: মোস্তফা।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বিএনপির দফতর সম্পাদক হাফেজ মোহাম্মদ আলী, বিএনপি নেতা মো: নজরুল ইসলাম, কৃষক দলের আহ্বায়ক নায়েক আলী, যুগ্ম-আহ্বায়ক এমদাদুল আলম সিরাজ, উপজেলা শিবির সভাপতি খলিলুর রহমান, যুবদল নেতা মাহমুদুল হাছান, ইকবাল হোসেন, ওমর আলী, কায়কোবাদ ফোরামের যুগ্ম-আহ্বায়ক হেদায়েত হোসেন, মাসুদ রানা, মাসুম মুন্সী প্রমুখ।