মুরাদনগর বার্তাঃ
কুমিল্লা মুরাদনগর উপজেলায় দুই’শ পিছ ইয়াবাসহ শরিফুল ইসলাম(৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
শনিবার বিকালে সন্ধ্যায় উপজেলা পরিষদ কমপ্লেক্সের পিছনের নিমাইকান্দি এলাকা থেকে আটক করেছে মুরাদনগর থানা পুলিশ।
আটককৃত মাদক ব্যবসায়ী জেলার দেবিদ্বার উপজেলার মরিচাকান্দা গ্রামের মৃত আঃ ছাত্তার সরকারের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, উপজেলা পরিষদ কমপ্লেক্সের পিছনের নিমাইকান্দি এলাকায় এক মাদক ব্যবসায়ী বিক্রির উদ্দেশে আসছে এমন গোপন সংবাদের ভিত্তিতে মুরাদনগর থানার এসআই মো: দেলোয়ার হোসেনের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে ২’শ পিছ ইয়াবাসহ শরিফুল ইসলামকে আটক করে।
মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম বদিউজ্জামান বলেন, আটককৃত শরিফুল ইসলাম একাদিক মামলার আসামি। তার বিরুদ্ধে মাদক মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে। রবিবার সকালে কুমিল্লা জেল-হাজতে প্রেরণ করা হয়েছের।