মো: নাজিম উদ্দিন, স্টাফ রির্পোটার, মুরাদনগরঃ
কুমিল্লা মুরাদনগর উপজেলায় পৃথক অভিযান চালিয়ে বিভিন্ন মাদক মামলার ওয়ারেন্টভূক্ত চার আসামি ও এক জনকে ২৩ পিছ ইয়াবসহ আটক করেছে পুলিশ।
আটককৃতরা হলো, উপজেলার জাহাপুর গ্রামের মৃত ওয়াছেত আলীর ছেলে ফারুখ মিয়া(২৫), সিদ্ধেশ্বরী গ্রামের অ: রব মুন্সীর ছেলে জিসান আহম্মেদ বাবু (৩০), দেবিদ্বার থানার ভিংলাবাড়ী গ্রামের তরফ আলীর ছেলে জামাল(৩০) ও কৃষ্ণপুর গ্রামের ইউছুফ মিয়ার ছেলে সোহাগ মিয়া(২০)।
শুক্রবার রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের অটক করে মুরাদনগর থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, মুরাদনগর থানা পুলিশের বিশেষ অভিযানের অংশ হিসেবে শুক্রবার রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালয়। এ সময় বিভিন্ন মাদক মামলার ওয়ারেন্টভূক্ত চার মাদক ব্যবসায়ীকে আটক করে মুরাদনগর থানা পুলিশ। এ সময় সোহাগ মিয়ার কাছ থেকে ২৩ পিছ ইয়াবাসহ আটক করা হয়।
এ বিষয়ে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম বদিউজ্জামান বলেন, আটককৃতদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা রয়েছে। তাদের শুক্রবার বিকেলে কুমিল্লা জেল হাজতে প্রেরন করা হয়েছে।