ঢাকা ০৯:০৬ অপরাহ্ন, শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

ভারতীয় ভিসা ফি নগদে দিতে হবে না

তথ্যপ্রযোক্তি ডেস্কঃ
বুধবার ‘ক্যাশলেস ভিসা সার্ভিস’ নামের সেবার উদ্বোধন করেন ভারতের সফররত অর্থমন্ত্রী অরুণ জেটলি। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশের অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। এর ফলে ভারতীয় ভিসার আবেদনের জন্য ভিসা ফি নগদে দিতে হবে না। মোবাইল ব্যাংকিং বা ইলেকট্রনিক পদ্ধতিতে ভিসা ফি জমা দেওয়া যাবে। স্টেট ব্যাংক অব ইন্ডিয়া নতুন এই সেবা চালু করেছে।
রাজধানীর একটি হোটেলে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানস্থল থেকে রাজধানীর শ্যামলী ও সিলেটের ভিসা কেন্দ্রে এই সেবার উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে জানানো হয়, গত বছর ১৪ লাখ বাংলাদেশি ভিসা নিয়ে ভারতে গেছেন। যা আগের বছরের চেয়ে ১৫ শতাংশ বেশি। ভিসা প্রক্রিয়া সহজ করতেই এই সেবাটি চালু করা হয়েছে।
ভারতীয় হাই কমিশন জানিয়েছে, এই পদ্ধতির মাধ্যমে কোন ভিসা আবেদকারী অনলাইন পেমেন্ট মোড ব্যবহার করে তার ভিসা আবেদন প্রক্রিয়াকরণ ফি পরিশোধ করতে সক্ষম হবেন। আবেদনকারীরা আবেদনপত্রটি পূরণ করে আইভিএসিতে আবেদনপত্র জমাদানের আগে অনলাইনে তার পেমেন্ট করতে পারবেন। আনলাইন পেমেন্ট সুবিধা শুধু বাংলাদেশি পাসপোর্টধারীদের জন্য প্রযোজ্য। মোবাইল ওয়ালেটের মাধ্যমে ভিসা আবেদন প্রক্রিয়াকরণ ফির বিদ্যমান পেমেন্ট মোড পুনরায় নোটিশ না দেওয়া পর্যন্ত বলবৎ থাকবে। আইভিএসি ওয়েবসাইট www.ivacbd.com ভিজিট করে ‘অনলাইন ভিসা এ্যাপলিকেশন’ লিংকে ক্লিক করে ভিসা আবেদনপত্র পূরণ করতে হবে। এর পর পেমেন্টের জন্য ‘অনলাইন এ্যাপলিকেশন ফি পেমেন্ট’ লিংকে ক্লিক করতে হবে। ডেবিট বা  ক্রেডিট কার্ডে (ভিসা/মাস্টার/এমেক্স ইত্যাদি), ইন্টারনেট ব্যাংকিং, বিভিন্ন ব্যাংকের মোবাইল ওয়ালেট প্রভৃতি মাধ্যমে এটি জমা দেওয়া যাবে।
ট্যাগস
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মুরাদনগর উপজেলা বিএনপির ১৭ বছর পর বিজয় দিবস উদযাপন

ভারতীয় ভিসা ফি নগদে দিতে হবে না

আপডেট সময় ০২:০৯:২০ অপরাহ্ন, বুধবার, ৪ অক্টোবর ২০১৭
তথ্যপ্রযোক্তি ডেস্কঃ
বুধবার ‘ক্যাশলেস ভিসা সার্ভিস’ নামের সেবার উদ্বোধন করেন ভারতের সফররত অর্থমন্ত্রী অরুণ জেটলি। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশের অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। এর ফলে ভারতীয় ভিসার আবেদনের জন্য ভিসা ফি নগদে দিতে হবে না। মোবাইল ব্যাংকিং বা ইলেকট্রনিক পদ্ধতিতে ভিসা ফি জমা দেওয়া যাবে। স্টেট ব্যাংক অব ইন্ডিয়া নতুন এই সেবা চালু করেছে।
রাজধানীর একটি হোটেলে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানস্থল থেকে রাজধানীর শ্যামলী ও সিলেটের ভিসা কেন্দ্রে এই সেবার উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে জানানো হয়, গত বছর ১৪ লাখ বাংলাদেশি ভিসা নিয়ে ভারতে গেছেন। যা আগের বছরের চেয়ে ১৫ শতাংশ বেশি। ভিসা প্রক্রিয়া সহজ করতেই এই সেবাটি চালু করা হয়েছে।
ভারতীয় হাই কমিশন জানিয়েছে, এই পদ্ধতির মাধ্যমে কোন ভিসা আবেদকারী অনলাইন পেমেন্ট মোড ব্যবহার করে তার ভিসা আবেদন প্রক্রিয়াকরণ ফি পরিশোধ করতে সক্ষম হবেন। আবেদনকারীরা আবেদনপত্রটি পূরণ করে আইভিএসিতে আবেদনপত্র জমাদানের আগে অনলাইনে তার পেমেন্ট করতে পারবেন। আনলাইন পেমেন্ট সুবিধা শুধু বাংলাদেশি পাসপোর্টধারীদের জন্য প্রযোজ্য। মোবাইল ওয়ালেটের মাধ্যমে ভিসা আবেদন প্রক্রিয়াকরণ ফির বিদ্যমান পেমেন্ট মোড পুনরায় নোটিশ না দেওয়া পর্যন্ত বলবৎ থাকবে। আইভিএসি ওয়েবসাইট www.ivacbd.com ভিজিট করে ‘অনলাইন ভিসা এ্যাপলিকেশন’ লিংকে ক্লিক করে ভিসা আবেদনপত্র পূরণ করতে হবে। এর পর পেমেন্টের জন্য ‘অনলাইন এ্যাপলিকেশন ফি পেমেন্ট’ লিংকে ক্লিক করতে হবে। ডেবিট বা  ক্রেডিট কার্ডে (ভিসা/মাস্টার/এমেক্স ইত্যাদি), ইন্টারনেট ব্যাংকিং, বিভিন্ন ব্যাংকের মোবাইল ওয়ালেট প্রভৃতি মাধ্যমে এটি জমা দেওয়া যাবে।