মো: দেলোয়ার হোসেনঃ
২৭ এপ্রিল ২০১৫ইং (মুরাদনগর বার্তা ডটকম):
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার চিওড়া এলাকায় বাস উল্টে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি (৩৫) নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরো ১১ জন।
সোমবার বেলা ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হ”েছ। হতাহত সবাই বাসের যাত্রী বলে জানা গেছে। তবে তাদের নাম পরিচয় জানা যায়নি।
স্থানীয় সূত্র জানায়, দুপুরে চিওড়া এলাকায় মেঘলা পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে রাস্তার পাশের কৃষি জমিতে পড়ে যায়। এতে ঘটনা¯’লেই একজন মারা যান। এসময় আহত হন আরো ১১ জন। বাসটি চট্রগ্রাম থেকে ঢাকা যাচ্ছিল।
চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার বিষয়টি নিশ্চিত করেছেন।