ঢাকা ০১:৩৬ অপরাহ্ন, সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ৩০ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

কুমিল্লায় ২০ হাজার লিটার মদ উদ্ধার, আটক ৩

কুমিল্লা প্রতিনিধিঃ
কুমিল্লায় অভিনব পন্থায় সেপটিক ট্যাংকের ভেতর চোলাই মদের কারখানার সন্ধান পেয়েছে বিশেষ যৌথ বাহিনী। বুধবার সন্ধ্যায় নগরীর শাসনগাছা রেললাইন সংলগ্ন মুচিপট্টি এলাকায় অভিযান চালানো হয়। এসময় ২০ হাজার লিটার চোলাই মদ উদ্ধার করা হয় এবং ৩জনকে আটক করা হয়।
জানা যায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের চট্টগ্রাম বিভাগীয় অতিরিক্ত পরিচালক মো. মুজিবুর রহমান পাটোয়ারীর নেতৃত্বে পুলিশ ও বিজিবির সমন্বয়ে গঠিত বিশেষ যৌথ বাহিনী বুধবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে নগরীর শাসনগাছা রেললাইন সংলগ্ন মুচিপট্টি এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় ৩টি ঘরে ৭টি সেপটিক ট্যাংক হতে ২০ হাজার লিটার চোলাই মদ উদ্ধার করা হয়।
এসময় মদ বিক্রিতে জড়িত থাকায় শাসনগাছা এলাকার মৃত মুখ লালের ছেলে মানিক (৬২) ও মৃত শুকলাল রবি দাসের ছেলে কাঙালী রবি দাস (৫৮) এবং চোলাই মদ সেবনকারী একই এলাকার মৃত আতিকুর রহমানের ছেলে ফরহাদকে (২২) আটক করে পুলিশ।
এ বিষয়ে কুমিল্লা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপ-পরিচালক মো. মানজুরুল ইসলাম জানান, প্রায় ১৫ বছর ধরে এ এলাকায় চোলাই মদ তৈরি করে অবৈধভাবে ব্যবসা করে আসছিল বলে আটককৃতরা জানিয়েছে। অভিনব পন্থায় ৩টি ঘরে নির্মিত ৭টি সেপটিক ট্যাংকের একটির সাথে অপরটির মাটির নিচ দিয়ে সুরঙ্গ করে মদ সরবরাহের সংযোগ ছিল। অভিযানে ১২ হাজার লিটার চোলাই মদ তৈরির উপাদান জাওয়া এবং ৭টি সেপটিক ট্যাংক থেকে আরও প্রায় ৮ হাজার লিটার চোলাই মদ উদ্ধার করা হয়েছে।
ট্যাগস
আপলোডকারীর তথ্য

মুরাদনগরে কৃষক ও উদ্যোক্তাদের দিনব্যাপী কর্মশালা

কুমিল্লায় ২০ হাজার লিটার মদ উদ্ধার, আটক ৩

আপডেট সময় ০৭:২৫:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ মার্চ ২০১৮
কুমিল্লা প্রতিনিধিঃ
কুমিল্লায় অভিনব পন্থায় সেপটিক ট্যাংকের ভেতর চোলাই মদের কারখানার সন্ধান পেয়েছে বিশেষ যৌথ বাহিনী। বুধবার সন্ধ্যায় নগরীর শাসনগাছা রেললাইন সংলগ্ন মুচিপট্টি এলাকায় অভিযান চালানো হয়। এসময় ২০ হাজার লিটার চোলাই মদ উদ্ধার করা হয় এবং ৩জনকে আটক করা হয়।
জানা যায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের চট্টগ্রাম বিভাগীয় অতিরিক্ত পরিচালক মো. মুজিবুর রহমান পাটোয়ারীর নেতৃত্বে পুলিশ ও বিজিবির সমন্বয়ে গঠিত বিশেষ যৌথ বাহিনী বুধবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে নগরীর শাসনগাছা রেললাইন সংলগ্ন মুচিপট্টি এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় ৩টি ঘরে ৭টি সেপটিক ট্যাংক হতে ২০ হাজার লিটার চোলাই মদ উদ্ধার করা হয়।
এসময় মদ বিক্রিতে জড়িত থাকায় শাসনগাছা এলাকার মৃত মুখ লালের ছেলে মানিক (৬২) ও মৃত শুকলাল রবি দাসের ছেলে কাঙালী রবি দাস (৫৮) এবং চোলাই মদ সেবনকারী একই এলাকার মৃত আতিকুর রহমানের ছেলে ফরহাদকে (২২) আটক করে পুলিশ।
এ বিষয়ে কুমিল্লা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপ-পরিচালক মো. মানজুরুল ইসলাম জানান, প্রায় ১৫ বছর ধরে এ এলাকায় চোলাই মদ তৈরি করে অবৈধভাবে ব্যবসা করে আসছিল বলে আটককৃতরা জানিয়েছে। অভিনব পন্থায় ৩টি ঘরে নির্মিত ৭টি সেপটিক ট্যাংকের একটির সাথে অপরটির মাটির নিচ দিয়ে সুরঙ্গ করে মদ সরবরাহের সংযোগ ছিল। অভিযানে ১২ হাজার লিটার চোলাই মদ তৈরির উপাদান জাওয়া এবং ৭টি সেপটিক ট্যাংক থেকে আরও প্রায় ৮ হাজার লিটার চোলাই মদ উদ্ধার করা হয়েছে।