খেলাধূলা ডেস্কঃ
রাশিয়া বিশ্বকাপে তৃতীয় স্থান নির্ধারনী ম্যাচে সেন্ট পিটার্সবার্গে ইংল্যান্ডের বিরুদ্ধে মাঠে নেমেছে বেলজিয়াম। খেলার ৪ মিনিটে থমাস মুনিয়ারের গোলে এগিয়ে যায় বেলজিয়াম। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ২৩ মিনিটে বেলজিয়াম ১-০ গোলে এগিয়ে আছে।
বেলজিয়াম এবার হ্যাজার্ড, কেভিন ডি ব্রুইন ও রোমেলো লুকাকুর মতো খেলোয়াড়দের নিয়ে বিশ্বকাপে এসেছিল। এর চেয়ে ভাল দল তাদের আগে কখনো ছিল না। তারপরও কোচ রবার্তো মার্টিনেজের দলটি সেমিফাইনালে স্যামুয়েল উমতিতির গোলে ফ্রান্সের কাছে ১-০ গোলে হেরে শিরোপা লড়াই থেকে ছিটকে পড়ে। এটা বেলজিয়ামের সোনালি প্রজন্মের জন্য হতাশার। এর আগে ২০১৪ বিশ্বকাপে আর্জেন্টিনার কাছে কোয়ার্টার ফাইনালে হেরে বিদায় নিয়েছিল বেলজিয়াম। ২০১৬ সালের ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপেও এই পর্যায় থেকেই বিদায় নিতে হয়েছিল বেলজিয়ামকে।