বিনোদন ডেস্কঃ
কেউ কেউ ডাকে মিল্ক বিউটি। আবার কেউ ডাকে তাম্মি। উচ্চতা ৫’৫”, ওজন ৫৫ কেজি। ফিগার মেজারমেন্ট ৩৩-২৭-৩৫। মুম্বাইয়ে জন্ম নেয়া এ অভিনেত্রী পড়াশোনা করেছেন মুম্বাইতে। তার বাবার নাম সানতোশ ভাটিয়া আর মা রজনী ভাটিয়া। তার এক ভাই আনান্দ ভাটিয়া। বলছি দক্ষিণের সুন্দরী অভিনেত্রী তামান্না ভাটিয়ার কথা।
২০০৫ সালে চান্দ সা রোশন চেহ্রা ছবির মধ্য দিয়ে বলিউডে পা রাখেন এবং একই বছরে তেলুগু ও তামিল ছবিতে কাজ শুরুর আগে ইন্ডিয়ান আইডল-১ বিজয়ী অভিজিত সাওয়ান্তের ‘আপ্কা অভিজিত’ এ্যালবামের ‘লাফ্জো মে’ নামের একটি গানে তাকে মডেল হিসেবে দেখা যায়। একই বছরে তেলুগু ছবি শ্রী দিয়ে প্রথমবারের মতন তেলুগু চলচ্চিত্রে পদার্পণ করেন এবং পরবর্তী বছর তিনি তার প্রথম তামিল ছবি কেদিতেও নাম লিখান। তার অভিনীয় জীবনে সবচেয়ে আলোচিত ছবি ‘বাহুবলি’। প্রতিদিনের সংবাদের এবারের আয়োজন তামান্না ভাটিয়াকে নিয়ে-
পিডিএসও/রি