খেলাধূলা ডেস্কঃ
বাংলাদেশের কোচের পদ থেকে চন্ডিকা হাথুরুসিংহের পদত্যাগের পর প্রায় বছর পার হতে চলেছে। তারপরও বাংলাদেশের ক্রিকেটে ঘুরে-ফিরেই আসছে এই লঙ্কান কোচের নাম। টাইগারদের সাবেক কোচ হাথুরুসিংহে এখন শ্রীলঙ্কার দায়িত্বে আছেন। আর এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ-শ্রীলঙ্কা।
আর এই ম্যাচকে ঘিরেই বাংলাদেশ-হাথুরুসিংহে আলোচনা আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে। গত জানুয়ারিতে ঢাকায় ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে দুইবার, পরে টেস্ট ও টি-টোয়েন্টিতে বাংলাদেশকে হারিয়েছে হাথুরুসিংহের শ্রীলঙ্কা। যদিও গত মার্চে কলম্বোতে নিদাহাস কাপে লঙ্কানদের হারের স্বাদ পাইয়ে দিতে সমর্থ হয়েছিল বাংলাদেশ দল।
এশিয়া কাপে দুই দলের ম্যাচকে ঘিরে উঠে আসছে ‘প্রতিশোধ’ প্রসঙ্গ। বলা হচ্ছে, প্রথম ম্যাচটি হাথুরুসিংহের শ্রীলঙ্কাকে হারিয়ে প্রতিশোধ নেওয়ার সুযোগ বাংলাদেশের সামনে। বাংলাদেশের ওপেনার তামিম ইকবাল অবশ্য বলেছেন, লঙ্কানদের বিরুদ্ধে প্রতিশোধ নিতে নয়, জয় পেতেই মাঠে নামবে টাইগাররা। সেজন্য তিন বিভাগে ভালো ক্রিকেট খেলতে হবে বাংলাদেশকে।
লঙ্কানদের হারিয়ে প্রতিশোধ নেওয়ার ভাবনা নেই বাংলাদেশ শিবিরে। দুবাইয়ে এশিয়া কাপের সংবাদ সম্মেলনে গতকাল এ সম্পর্কে তামিম বলেছেন, ‘হ্যাঁ, অবশ্যই আমরা আমাদের সাবেক কোচকে হারাতে চাই। তবে খুব ভালো মানসিকতা নিয়ে, প্রতিশোধ নেওয়ার জন্য নয়।’
বাংলাদেশ দলের হাড়ির খবর জানা আছে হাথুরুসিংহের। তামিম-সাকিবদের শক্তি-দুর্বলতাও জানেন এই লঙ্কান কোচ। তামিম বলছেন, কোচ হাথুরুসিংহের সঙ্গে অসাধারণ সময় কাটিয়েছে বাংলাদেশ। বাঁহাতি এই ওপেনার বলেছেন, ‘আমরা (দল) তার সঙ্গে অসাধারণ কিছু মুহূর্ত কাটিয়েছি। চার-পাঁচ বছর কেউ কোচ হিসেবে থাকলে সম্পর্কের উত্থান-পতন থাকবেই। কিন্তু কোচ হিসেবে তিনি আমাদের জন্য অসাধারণ কাজ করেছেন। কেউ তার কাছ থেকে এই কৃতিত্ব ছিনিয়ে নিতে পারবে না।’
তামিম বলেছেন, শুধু হারানোর চিন্তা নিয়ে নামলে চলবে না। দল হিসেবে মাঠে নিজেদের সেরাটা খেলতে হবে। শ্রীলঙ্কা ভালো দল বলে তাদের বিরুদ্ধে স্বস্তিতে থাকার সুযোগ নেই বাংলাদেশের। অভিজ্ঞ এই ক্রিকেটার বলেছেন, ‘শুধু তাকে হারানোর কথা ভাবলে কাজ হবে না। খুব ভালো ক্রিকেট খেলার ব্যাপারে অবশ্যই মনঃসংযোগ করতে হবে।’
এশিয়া কাপ অভিযানের ক্ষেত্রে প্রথম ম্যাচটি খুব গুরুত্বপূর্ণ হবে। দেশ ছাড়ার আগে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা বারবার এটি বলেছেন। শ্রীলঙ্কার সঙ্গে জিতে আত্মবিশ্বাস পেতে চায় বাংলাদেশ। যা কাজে লাগবে পরের ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে। তাই লঙ্কানদের হারিয়ে এশিয়া কাপ শুরুর লক্ষ্যে প্রস্তুত হচ্ছে বাংলাদেশ।
ইনজুরির কারণে এশিয়া কাপ খেলছেন না দিনেশ চান্দিমাল। লঙ্কানদের নেতৃত্বে আছেন অ্যাঞ্জেলো ম্যাথুস। প্রতিপক্ষ বাংলাদেশ বলেই কিনা শ্রীলঙ্কার ক্রিকেটার ধনঞ্জয়া ডি সিলভা বলেছেন, ‘কোচ হাথুরুসিংহে দলটির বড় শক্তির জায়গা। কারণ নিকট অতীতেই বাংলাদেশের কোচ ছিলেন তিনি। এবং তার অধীনে তিন বছরে আন্তর্জাতিক ক্রিকেটে অনেক সাফল্য পেয়েছিল টাইগাররা।’
গতকাল সংবাদ সম্মেলনে ধনঞ্জয়া বলেছেন, ‘এটি আমাদের জন্য শক্তিশালী জায়গা। সে (হাথুরুসিংহে) তাদের (বাংলাদেশ) ব্যাটিং-বোলিংয়ের শক্তি ও দুর্বলতার জায়গাগুলো জানে। এখান থেকে ইতিবাচক বিষয়গুলো তুলে নেওয়ার ভালো সুযোগ রয়েছে আমাদের।’