ঢাকা ০৫:১২ অপরাহ্ন, সোমবার, ১০ মার্চ ২০২৫, ২৬ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

বিএনপি-ঐক্যফ্রন্টের কেউ শপথ নেবেন না

জাতীয় ডেস্কঃ

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় ঐক্যফ্রন্ট থেকে বিজয়ী কোনো সদস্যই সাংসদ হিসেবে শপথ নেবেন না বলে নিশ্চিত করা হয়েছে।

রোববার দুপুরে ঐক্যফ্রন্টের এক বৈঠক শেষে এ কথা জানিয়েছেন গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসীন মন্টু ও জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব।

রোববার দুপুর ১২টার দিকে ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেনের চেম্বারে এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে শেষে এই সিদ্ধান্তের কথা সাংবাদিকদের জানান তারা।

এদিকে গতকাল শনিবার ড. কামাল হোসেন গণফোরামের বিজয়ী ২ সদস্যের শপথ নেওয়ার ব্যাপারে ইঙ্গিত দেন। পরদিনই শপথ না নেওয়ার এই সিদ্ধান্ত জানানো হলো।

একাদশ সংসদ নির্বাচনে জাতীয় ঐক্যফ্রন্ট ৭টি আসনে জয়লাভ করে। এর মধ্যে ৫টি আসনে জিতেছে জোটের প্রধান শরিক বিএনপি ও দুটি আসনে জয় পেয়েছে গণফোরামের ২ জন।

ড. কামাল হোসেনসহ বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম, গণফোরামের নির্বাহী সভাপতি সুব্রত চৌধুরী, কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, ঐক্যফ্রন্টের নেতা ডা. জাফরুল্লাহ চৌধুরী প্রমুখ।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

মুরাদনগরে রাতের অন্ধকারে চলে গোমতী নদীর মাটি কাটার মহোৎসব, নির্বিকার প্রশাসন

বিএনপি-ঐক্যফ্রন্টের কেউ শপথ নেবেন না

আপডেট সময় ০২:৫৩:৪১ অপরাহ্ন, রবিবার, ৬ জানুয়ারী ২০১৯
জাতীয় ডেস্কঃ

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় ঐক্যফ্রন্ট থেকে বিজয়ী কোনো সদস্যই সাংসদ হিসেবে শপথ নেবেন না বলে নিশ্চিত করা হয়েছে।

রোববার দুপুরে ঐক্যফ্রন্টের এক বৈঠক শেষে এ কথা জানিয়েছেন গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসীন মন্টু ও জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব।

রোববার দুপুর ১২টার দিকে ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেনের চেম্বারে এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে শেষে এই সিদ্ধান্তের কথা সাংবাদিকদের জানান তারা।

এদিকে গতকাল শনিবার ড. কামাল হোসেন গণফোরামের বিজয়ী ২ সদস্যের শপথ নেওয়ার ব্যাপারে ইঙ্গিত দেন। পরদিনই শপথ না নেওয়ার এই সিদ্ধান্ত জানানো হলো।

একাদশ সংসদ নির্বাচনে জাতীয় ঐক্যফ্রন্ট ৭টি আসনে জয়লাভ করে। এর মধ্যে ৫টি আসনে জিতেছে জোটের প্রধান শরিক বিএনপি ও দুটি আসনে জয় পেয়েছে গণফোরামের ২ জন।

ড. কামাল হোসেনসহ বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম, গণফোরামের নির্বাহী সভাপতি সুব্রত চৌধুরী, কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, ঐক্যফ্রন্টের নেতা ডা. জাফরুল্লাহ চৌধুরী প্রমুখ।