মো. তপন সরকার, হোমনা (কুমিল্লা) প্রতিনিধিঃ
কুমিল্লা হোমনায় ১২ বছর পূর্তি ও শুভ নর্ববর্ষ ১৪২৬ বাংলা উদযাপন উপলক্ষে বার্ষিক পুরষ্কার বিতরণী ও কৃত্তি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
রোববার বিকেলে উপজেলা ৯নং জয়পুর ইউনিয়ন দড়িকান্দি অবস্থিত প্রতিভা বিকাশ প্রি- ক্যাডেট স্কুল প্রাঙ্গনে বিদ্যালয়ের উদ্যোগে বার্ষিক ক্রীড়া সাংস্কৃতিক ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে জয়পুর ইউনিয়নের চেয়ারম্যান মো. তাইজুল ইসলাম মোল্লা এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হোমনা প্রেসক্লাবের সভাপতি আব্দুল হক সরকার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন ধনু, বাংলাদেশের বেতারের গীতিকার, কবি ও কথা সাহিত্যিক আহমেদ উল্লাহ, ৪নং ওয়ার্ড জয়পুর ইউনিয়ন পরিষদের মেম্বার মো. মহারাজ মিয়া, কিন্ডার গার্টেন শিক্ষা একাডেমীর সভাপতি প্রকৌশলী রিয়াজুল হক, বিশিষ্ট ব্যবসায়ী অলি আহমেদ, ব্রিটিশ কাউন্সিল (স্কুলস) এম্বাসেডর শাহ জামান শুভ, বিশিষ্ট সমাজ সেবক মোঃ আবু তাহের সরকার, বিজয় টিভির কুমিল্লার উত্তর প্রতিনিধি এম.এ কাশেম, শিক্ষা বার্তা.কম এর নির্বাহী সম্পাদক মোঃ আমিনুল ইসলাম, মানবকন্ঠের হোমনা প্রতিনিধি আনোয়ার হোসেন, মাতৃছায়ার সাংস্কৃতিক সম্পাদক শেখ তোহিদুল আলম সজল, আজকের বিজনেস বাংলাদেশ ও মুরাদনগর বার্তা টোয়েন্টিফোর ডটকমের হোমনা প্রতিনিধি তপন সরকার, মাতৃছায়ার হোমনা প্রতিনিধি মো. হারুন অর রশিদ প্রমুখ।
পরে অত্র বিদ্যালয় থেকে ২০১৮ সালের পিএসসি পরীক্ষায় জি,পি এ ৫.০০ ও ট্যালেন্ট পুল এ বৃত্তি পাওয়ায় মেহেরুন নেছা, আলপনা জাহান রিয়া, রবিউল আলম সিফাত ও সাবিকুল হাসানকে সংবর্ধনা দেয়া হয়।