ধর্ম ও জীবন ডেস্কঃ
মসজিদে মহিলাদের প্রবেশ ও নমাজ পড়ার অধিকারের দাবিতে করা জনস্বার্থ মামলার বিষয়ে ভারতের কেন্দ্রীয় সরকারকে নোটিশ পাঠিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট। নোটিশ পাঠানো হয়েছে ওয়াকফ বোর্ডকেও। পুনের দম্পতির করা আবেদনের প্রেক্ষিতে সরকার ও বোর্ডকে জবাব দেয়ার নির্দেশ দেন বিচারপতি এসএ বোবদের বেঞ্চ। টাইমস অব ইন্ডিয়া।
আবেদনে বলা হয়েছে, মসজিদে মহিলাদের ঢুকতে না দেওয়া বেআইনি এবং অসাংবিধানিক। কারণ এর জেরে মহিলাদের সংবিধানপ্রদত্ত মৌলিক অধিকার খর্ব করা হচ্ছে। নিজেদের দাবির সাপেক্ষে পিরজাদে দম্পতি কোরান এবং হাদিস দু’জায়গা থেকেই উদাহরণ দিয়েছেন।
বর্তমানে ভারতের জামায়াত-ই-ইসলামি এবং মুজাহিদ সম্প্রদায়ের মসজিদে মহিলাদের প্রার্থনা করতে দেওয়া হয়। কিন্তু সংখ্যাগরিষ্ঠ সুন্নি ধর্মবিশ্বাসী বাকিদের মসজিদে ঢোকার অনুমতি নেই তাঁদের। যে সব মসজিদে মহিলারা প্রবেশাধিকার পান, সেখানে তাঁদের জন্য পৃথক প্রবেশপথ থাকে।
অনেক মসজিদে রয়েছে আলাদা প্রার্থনা করার জায়গা। আবেদনকারীদের আইনজীবী আশুতোষ দুবে বলেন, ‘এ ধরনের প্রথায় ব্যক্তি হিসেবে এক জন নারীর সম্মান ক্ষুণ্ণ হয়।’