কুমিল্লা প্রতিনিধিঃ
৫ম উপজেলা পরিষদ নির্বাচনে কুমিল্লার বরুড়া উপজেলা পরিষদের নির্বাচনে আজ সকাল থেকে ভোটগ্রহণ চলছে। সকালে ভোট কেন্দ্রে ভোটার উপস্থিতি কম দেখা গেছে।
এগার গ্রাম উচ্চ বিদ্যালয় কেন্দ্রে বেলা ১১টার দিকে ভোটার না থাকায় ভোট গ্রহণ কর্মকর্তা সহকারী প্রিসাইডিং কর্মকর্তাকে ঘুমাতে দেখা গেছে।
উপজেলার ৯৯টি ভোট কেন্দ্রে ভোট গ্রহণ করা হচ্ছে। এখানে চেয়ারম্যান পদে ৫ জন, ভাইস চেয়ারম্যান পদে ২ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বী না থাকায় একজন নির্বাচিত হওয়ার ঘোষণার অপেক্ষায় রয়েছেন। উপজেলার ১৫টি ইউনিয়নের মোট ভোটার সংখ্যা ২ লাখ ৯৬ হাজার ৯ শত ৩৬ জন।
কুমিল্লার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা দুলাল তালুকদার ও জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেছেন।
এদিকে বরুড়া উপজেলা পরিষদ নির্বাচন সুষ্ঠ ভাবে অনুষ্ঠিত হচ্ছে বলে মন্তব্য করেন কুমিল্লা জেলা প্রসাশক আবুল ফজল মীর।
রবিবার (৫মে) দুপুর ১ টার দিকে বরুড়া হাজী নোয়াব আলী পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।
এসময় উপস্থিত ছিলেন, কুমিল্লা পুলিশ সুপার নুরুল ইসলাম, বরুড়া উপজেলা ইউএনও মাজহারুল ইসলাম, কুমিল্লা ডিবির ওসি নাসির উদ্দিন মৃধা, বরুড়া থানার ওসি আজম উদ্দিন মাহমুদ প্রমুখ। এছাড়াও বিভিন্ন ইলেক্ট্রিক মিডিয়া ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত।