এম কে আই জাবেদ
কুমিল্লার মুরাদনগর উপজেলার একমাত্র সরকারি কলেজ ঐতিহ্যবাহী শ্রীকাইল সরকারি কলেজে এইচ এস সি (একাদশ) শ্রেণীতে ২০১৯-২০ শিক্ষাবর্ষের আসন সংখ্যা আগের চেয়ে দ্বিগুন বৃদ্ধি করা হয়েছে। কলেজে পূর্ব নির্ধারিত বিজ্ঞান, ব্যবসায়ী শিক্ষা ও মানবিক বিভাগে ১৫০ জন করে ৩ গ্রুপের মোট ৪৫০ জন নতুন শিক্ষার্থী ভর্তির সুযোগ ছিল।
তবে কলেজ সূত্রে জানাযায়, গতবছর বিশেষ করে মানবিক বিভাগে শ্রীকাইল কলেজের ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীদের অধিক চাপ থাকায় এবং প্রাথমিক সময়ে অনলাইনে ভর্তির আবেদন পত্রে শ্রীকাইল কলেজকে প্রথম পছন্দের তালিকায় রাখার পরেও প্রত্যাশা অনুয়ায়ী বহু সংখ্যক ছাত্র-ছাত্রী ভর্তি হতে পারে নাই। এতে এলাকার বিভিন্ন শিক্ষার্থীদের বাধ্য হয়ে অন্য কোথাও দুরের কলেজে ভর্তি হতে হয়েছে।
শ্রীকাইল কলেজের ইসলামিক ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক মোঃ সুমন মিয়া নিকট থেকে জানা যায়, এবছর এসএসসি পাসকৃত শিক্ষার্থীর তাদের কাঙ্খিত শ্রীকাইল সরকারি কলেজে ভর্তি হয়ে পড়াশোনা করতে পারেন সেই লক্ষ্যে কলেজ কর্তৃপক্ষ একাদশ শ্রেণীর মানবিক বিভাগে নতুন করে ৩০০ আসন এবং ব্যবসায়ী শিক্ষা বিভাগে ১৫০ আসন বৃদ্ধি করার জন্য শিক্ষা মন্ত্রনালয়ের উচ্চ মাধ্যমিক শাখায় আবেদন করেন। যেন এলাকার শিক্ষার্থীরা সহজেই নিকটবর্তী প্রতিষ্ঠানে পড়াশোনা চালাতে পারেন।
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মিয়া গোলাম সারোয়ার বলেন: শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব মুর্শিদা শারমিন স্বাক্ষরিত ২০শে জুন প্রেরিত শ্রীকাইল কলেজের মানবিক বিভাগের ৩০০টি এবং ব্যবসায়ী শিক্ষা বিভাগে ১৫০ টি আসন বৃদ্ধি করা পত্র কলেজে পৌছেছে। ২৪শে জুন থেকে পুনঃরায় শ্রীকাইল কলেজে মানবিক ও ব্যবসায়ী শিক্ষা বিভাগে ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করলে ভর্তি হতে পারবেন। আসন বৃদ্ধির জন্য যারা সহায়তা করেছেন সংশ্লিষ্ট্য সকল কলেজের পক্ষ থেকে ধন্যবাদ জানান।
এছাড়াও মুরাদনগর উপজেলার মধ্যে বাশকাইট ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া ডিগ্রী কলেজের একাদশ শ্রেণীর মানবিক বিভাগের ১৫০ টি আসন বৃদ্ধি করা হয়েছে সূত্রে জানাযায়।