মো: মাসুদ রানা, স্টাফ রির্পোটারঃ
রোজ শনিবার, ০৯ জানুয়ারী ২০১৬ইং(মুরাদনগর বার্তা ডটকম)ঃ
কুমিল্লার চান্দিনায় সড়কে ডাকাতি করার সময় চার ডাকাতকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা।
শুক্রবার রাত সাড়ে ১০টায় চান্দিনা-খোসবাস সড়কের লতিফপুর এলাকায় সিএনজি চালিত অটোরিকশা বেরিকেড দিয়ে ডাকাতি করার সময় স্থানীয়রা ধাওয়া করে তাদের আটক করে।
আটক ডাকাতরা হলেন- জেলার বরুড়া উপজেলার খোশবাস গ্রামের শাহআলমের ছেলে রিয়াদ(২০), জালালপুর গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে রনি(১৮), মহিফুলের ছেলে ফরহাদ(২১) ও আবুল হাসেমের ছেলে সফিউল্লাহ(২২)।
স্থানীয় দফাদার আমিন জানান, ওই এলাকায় সড়কে অটোরিকশা থামিয়ে ডাকাতি করার সময় নারী যাত্রীসহ অনেক মানুষের চিৎকার শুনে চারপাশের স্থানীয় বাসিন্দারা ধাওয়া তাদের করে। লতিফপুর সড়কের ফসলি মাঠ থেকে তাদের আটক করে গণপিটুনি দিয়ে চান্দিনা থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।
এ ব্যাপারে চান্দিনা থানার ভারপ্রপ্ত কর্মকর্তা (ওসি) রসুল আহমেদ নিজামী জানান, আটক ডাকাতদের শনিবার সকালে কুমিল্লা জেল হাজতে পেরন করা হয়েছে।