শামীম আহাম্মদ :
‘মৎস্য সেক্টরের সমৃদ্ধ, সুনীল অর্থনীতির অগ্রগতি’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের মতো কুমিল্লার মুরাদনগরেও পুরস্কার বিতরণের মধ্যদিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ আনুষ্ঠানিক ভাবে সম্পন্ন হয়েছে।
এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের যৌথ উদ্যোগে মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদের কবি নজরুল মিলনায়তনে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার অভিষেক দাশ।
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মিজানুর রহমানের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা কবির আহামেদ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মমিনুল হক, ডি.আর সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মনির হোসেন, মৎস্যচাষী আবুল হোসেন মাস্টার।
মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা দিদারুল আলমের উপস্থাপনায় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন পল্লী সঞ্চয় ব্যাংকের সমন্বয়কারী আফজালের রহমান, সহকারী উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা গোলাম মোস্তফা, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা হুমায়ুন কবীর, উপজেলা ডেভেলাপমেন্ট ফ্যাসিলেটর সোহেল রানা, উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি হাবিবুর রহমান, উপজেলা তাতী লীগের সভাপতি হুমায়ুন মুন্সী, বিভিন্ন শ্রেণি-পেশার লোকজনসহ মৎস্য চাষী ও স্কুলের ছাত্ররা।
পরে মৎস্য চাষ বিষয়ে কুইজ প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও সনদ তুলে দেওয়া হয়। সমাপনী অনুষ্ঠানের পূর্বে মোবাইল কোর্টের মাধ্যমে উদ্ধারকৃত আনুমানিক প্রায় ৭০ হাজার টাকার কারেন্ট জ¦াল উপজেলা পরিষদের পুকুর ঘাটলায় পোড়ানো হয়।