অন্তর্জাতিক:
ভূমধ্যসাগরে নৌকা ডুবে অনেক অভিবাসী প্রত্যাশীর মৃত্যু হয়েছে। এদের মধ্যে ৫৫ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। খবর রয়টার্সের।
চলতি বছরে এটা বড় দুর্ঘটনা বলে জানিয়েছেন জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর। তবে রেড ক্রিসেন্টের সদস্য আব্দুল মেনাম আবে সায়েব জানিয়েছেন, নৌকাটির অভিবাসী প্রত্যাশীরা আফ্রিকার সাব সাহারা এলাকা থেকে এসেছিলেন এবং নৌকায় সাড়ে ৩শ’ যাত্রী ছিলেন বলে জানিয়েছেন। বৃহস্পতিবার ১৩৪ জনকে উদ্ধার করা হয়েছিল।