খেলাধূলা:
শ্রীলঙ্কা সফর শেষে দেশে ফিরেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। বৃহস্পতিবার দুপুর ১টা ৫৫ মিনিটে বাংলাদেশ দলকে বহনকারী বিমান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
শ্রীলঙ্কার স্থানীয় সময় সকাল ৭টা ৪৫ মিনিটে ফ্লাইট ছিল বাংলাদেশ দলের। কিন্তু বিমানের বাম পাশের পাখায় ত্রুটি দেখা দেয়ায় বিমান ছাড়তে দেরি হয়। পরে স্থানীয় সময় সকাল ১০টা ২০ মিনিটে বাংলাদেশের উদ্দেশ্যে যাত্রা করে মুশফিক-তামিমরা। বিমানটিতে বাংলাদেশ দলের খেলোয়াড়রা ছাড়াও পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের কর্মকর্তাগণ ছিলেন।
তিন ম্যাচ ওয়ানডে সিরিজ খেলতে গত মাসে শ্রীলঙ্কা যায় টাইগাররা। তিন ম্যাচ হেরে শ্রীলঙ্কার কাছে হোয়াইটওয়াশ হয় বাংলাদেশ। এ সিরিজে নিয়মিত অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার পরিবর্তে অধিনায়কত্ব করেন তামিম ইকবাল। এ সফরে ছিলেন না বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।