শামীম আহাম্মদ :
কুমিল্লার মুরাদনগর উপজেলা নির্বাহী অফিসার অভিষেক দাসের সাথে সোমবার বিকেলে মতবিনিময় করেছেন উপজেলায় কর্মরত সাংবাদিকদের এক অংশ।
মতবিনিময়কালে উপজেলা নির্বাহী অফিসার অভিষেক দাস বলেন, এলাকার উন্নয়নে সাংবাদিকদের লেখনি অত্যন্ত গুরুত্বপুর্ণ। দেশের প্রতিটি সেক্টর উন্নয়নে মিডিয়া কর্মীদের দায়িত্ববান হয়ে কাজ করতে হবে। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করা প্রকৃত সাংবাদিকদের দায়িত্ব। আপনারা সমাজের দর্পণ। আমাদের দেশ ও রাষ্ট্রকে এগিয়ে নেওয়ার জন্য আপনারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।
ইউএনও’র কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন মুরাদনগর উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি হাবিবুর রহমান (দৈনিক আমাদের সময় ও দৈনিক কুমিল্লার কাগজ), মুরাদনগর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক প্রভাষক আজিজুর রহমান রনি (দৈনিক কালের কন্ঠ), মুরাদনগর প্রেসক্লাবের সহ-সভাপতি আবুল কালাম আজাদ (দৈনিক মানবজমিন), মুরাদনগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শরিফুল আলম চৌধুরী (দৈনিক সমকাল ও ভোরের কাগজ), মুরাদনগর উপজেলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ রাজিব আহাম্মদ (দৈনিক সংবাদ), জাহাঙ্গীর আলম ইমরুল (মাছরাঙ্গা টিভি), সিনিয়র প্রভাষক মনিরুজ্জামান (দৈনিক ইনকিলাব), জাকির হোসেন (দৈনিক জনতা), আক্তার হোসেন ভুইয়া দৈনিক বাংলার আলোড়ণ), শামীম আহাম্মদ (দৈনিক ভোরের ডাক ও দৈনিক ডাক প্রতিদিন), ফয়েজুল ইসলাম ফয়সাল (দৈনিক কুমিল্লা প্রতিদিন) ও মুন্সী মহসীন উদ্দিন আহাম্মদ (দৈনিক খবর) প্রমুখ।