তথ্যপ্রযুক্তি:
ইলেকট্রিক গাড়ির দুনিয়ায় প্রবেশ করছে ভারতের গাড়ি প্রস্তুতকারী সংস্থা মাহিন্দ্রা। ২০২১ সাল নাগাদ প্রতিষ্ঠানটি অন্তত তিনটি মডেলের ইলেকট্রিক কার বাজারে ছাড়বে। দেশটির মহারাষ্ট্রের চাকন কারখানায় কোম্পানির তিনটি ইলেকট্রিক গাড়ি তৈরি হবে। এই কারখানায় ৫০০ কোটি রুপি বিনিয়োগ করেছে মাহিন্দ্রা। এই কারখানায় ৩৮০ কিলোওয়াট বা তার বেশি ক্ষমতার ইলেকট্রিক গাড়ি তৈরি সম্ভব। এই কারণে আগামী দুই বছরে ৬০০ জন ইঞ্জিনিয়ার নিয়োগ দেয়া হবে।
এরপরে ২০২০ সালে বাজারে আসবে এক্সইউভি৩০০ মডেলের গাড়ি। সেই গাড়িতে থাকবে একটি ১৫০ কিলোওয়াটের ব্যাটারি থাকছে। এক চার্জে ২৫০ কিমি চলবে গাড়িটি। ২০২১ সালে বাজারে আসবে অ্যাসপিয়ার মডেলের ইলেকট্রিক ভার্সনের গাড়ি।