মাহবুব আলম আরিফ, বিশেষ প্রতিনিধি:
কিশোর গ্যাংয়ের মূল উৎপাটন এবং ইভটিজিং রোধ ও বখাটেদের নিয়ন্ত্রন করার লক্ষে তিনজন স্কুল ছাত্রের বখাটে স্টাইলের কাটিং করা চুল মুরাদনগর থানা পুলিশের পরামর্শে বখাটে চুল কাটলেন অভিভাবক।
বুধবার বেলা ১০টার দিকে মুরাদনগরে স্কুল পড়–য়া তিন বখাটেকে ধরে নিয়ে তাদের অদ্ভুত ধরনের চুলের কাটিং ও স্কুল চালাকালে স্কুলের ইউনিফর্ম ছাড়া স্কুল ব্যাগ নিয়ে নূরুন্নাহার বালিকা বিদ্যালয়ের আশে পাশে অযথা ঘোরা-ফেরা করে বখাটেপনা করার কারনে মুরাদনগর থানা পুলিশ তাদেরকে ধরে অভিভাবক ও স্কুলের শিক্ষকদেরকে খবর দেয়। তাদের অদ্ভুত ধরনের চুলের ধরন দেখে তাদের চুল কেটে দেওয়া দেওয়ার পরামর্শ দিলে অভিভাবকরা তাৎখনিব সন্তানদের চুল কাটালেন।
এ বিষয়ে মুরাদনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নাহিদ আহাম্মদ ঘটনার সত্যতা স্বীকার বলেন মার্জিত ভাবে চুলকেটে ও স্কুল ইউনিফর্ম পড়ে স্কুলে যেতে হবে। ইভটিজিং এবং বখাটেপনা রোধ করতে ও তাদেরকে বিদ্যালয়গামী উদেগ্য।