আন্তর্জাতিক:
থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে পিকআপ ভ্যান উল্টে ১৩ জন নিহত হয়েছেন। রবিবার র্যাগ ডে পালনের জন্য ভ্যানটি ভাড়া করেছিলেন সাই সা কেত টেকনিক্যাল কলেজের শিক্ষার্থীরা। এ সময় ড্রাইভারসহ গাড়িটিতে মোট ১৮ জন ছিলেন। এ ঘটনায় বাকি ৫ জন আহত হয়ে স্থানীয় হাসপাতালে ভর্তি আছেন।
সিসিটিভি ফুটেজ থেকে দেখা যায়, ভ্যানটি রাস্তা পরিবর্তন করার সময় ডানদিকে বাঁক নেওয়ার সময় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে এ দুর্ঘটনা ঘটে। ছাদখোলা ভ্যানটিতে শিক্ষার্থীরা ওই সময় হই-হুল্লোরে ব্যস্ত ছিলেন।
সামরান চেতাও নামে পুলিশের একজন কর্মকর্তা জানান, ১২ জন ঘটনাস্থলেই মারা যান। হাসপাতালে নেওয়ার পর আরও একজনের মৃত্যু হয়। তাদের মধ্যে ৯ জন টেকনিক্যাল কলেজের শিক্ষার্থী ছিলেন। স্থানীয় একটি কোম্পানিতে তাদের মেকানিক্যাল প্রশিক্ষণ শেষ হওয়ার খুশি উদযাপনের জন্য ট্রাকটি ভাড়া করেছিলেন।
হাসপাতাল সূত্রে জানা গেছে, বেঁচে যাওয়া ৫ জনের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক।
উল্লেখ্য, থাইল্যান্ডে প্রতিবছরই সড়ক দুর্ঘটনায় প্রচুর মানুষ মারা যান। বিশ্ব স্বাস্থ্যসংস্থার রিপোর্ট অনুযায়ী, থাইল্যান্ডে প্রতি বছর লাখে ৩২.৭ জন লোক সড়ক দুর্ঘটনায় মারা যান।
এএফপি