শাহীন আলম : দেবিদ্বার প্রতিনিধিঃ
রোজ শনিবার, ০৬ ফেব্রুয়ারী ২০১৬ ইং(মুরাদনগর বার্তা ডটকম):
‘পরিবর্তন চাই’ স্বেচ্ছাসেবী সংগঠনের দেবিদ্বার উপজেলা শাখার উদ্যোগে ৬ই ফেব্রুয়ারি সারা দেশে’র ন্যায় ‘দেশটাকে পরিস্কার করি’-১৬’’ উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
র্যালীটি শনিবার সকাল ১১টায় দেবিদ্বার উপজেলা চত্তর থেকে শুরু হয়ে গুরত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা প্রাঙ্গনে এসে সংক্ষিপ্ত আলোচনা মধ্য দিয়ে শেষ হয়।
এসময় ‘পরিবর্তন চাই’ দেবিদ্বার উপজেলা শাখার একশ সক্রিয় সদস্য পরিষ্কার-পরিচ্ছন্নতার বিভিন্ন সরঞ্জাম নিয়ে রাস্তার দু-পাশে পড়ে থাকা খাবারের প্যাকেট, পলিথিন, বোতল, সিগারেটের টুকরোসহ বিভিন্ন ময়লা আবর্জনা তুলে নির্দিষ্ট ডাস্টবিনে ফেলে সাথে পথচারী ও জনগণকে উদ্বদ্ধ করে পরিচ্ছন্নতার বিষয়ে তাগিদ দেয় বলে ‘ দেশবাসীর মধ্যে যদি কেবল যেখানে সেখানে ময়লা-আবর্জনা ফেলার প্রবনতা কমিয়ে আনা যায় তাহলে অল্প দিনেই বাংলাদেশ পৃথিবীর সবচেয়ে সুন্দর স্বাস্থ্যকর ও সভ্য দেশগুলোর মধ্যে অন্যতম হয়ে যেতে পারে। র্যালীতে অংশ গ্রহন করে জনসচেতনায় বিভিন্ন প্রচারপত্র বিতরণসহ ময়লা আর্বজনা পরিষ্কার করে দেবিদ্বার উপজেলা নির্বাহী সহকারি (ভূমি) মো: দাউদ হোসেন চৌধুরী, দেবিদ্বার থানা অফিসার ইনচার্জ (ওসি) মো: মিজানুর রহমান, দেবিদ্বার এসএ সরকারি কলেজের প্রভাষক মো: মাজেদুল ইসলাম রিপন।
র্যালী শেষে উপজেলা চত্তরে এক সংক্ষিপ্ত সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন দেবিদ্বার উপজেলা নির্বাহী সহকারি (ভূমি) মো: দাউদ হোসেন চৌধুরী, দেবিদ্বার থানা অফিসার ইনচার্জ (ওসি) মো: মিজানুর রহমান, দেবিদ্বার উপজেলা প্রেস ক্লাব সভাপতি ও সাংবাদিক এবিএম আতিকুর রহমান বাসার। পরে স্বেচ্ছায় পরিষ্কার-পরিচ্ছন্ন অভিযানে অংশগ্রহন কারী একশজন স্বেচ্ছাসেবক’কে সনদ প্রদান করা হয়। র্যালী ও সভায় আরও উপস্থিত ছিলেন, নয়াদিগন্ত উপজেলা প্রতিনিধি ফখরুল ইসলাম সাগর, ডাক প্রতিদিন (উ:) জেলা ও দৈনিক আজকের পত্রিকা উপজেলা প্রতিনিধি শাহীন আলম, আরটিভি ক্যামরা পারসন মো: সুমন আহমেদ। উদ্যোগতা শ্যামল নাথ, সানাউল্লাহ মাঝি, সোহেল, মো: কামালউদ্দিন প্রমুখ।