বিনোদন ডেস্ক:
স্ত্রী বলিউড অভিনেতা হৃত্বিক রোশনের অন্ধ ভক্ত। সারাদিন মুখে হৃত্বিক-স্তুতি। স্ত্রীর এমন আচরণ মেনে নিতে পারেননি আমেরিকায় বসবাসকারী ৩৩ বছর বয়সী এক ভারতীয় বংশোদ্ভূত যুবক। হিংসার বশবর্তী হয়ে ছুরি মেরে স্ত্রীকে হত্যা করে নিজেও গলায় ফাঁস লাগালেন তিনি।
সম্প্রতি ঘটে যাওয়া এই ঘটনা প্রকাশ করেছে দ্য নিউ ইয়র্ক পোস্ট। সেখানে বলা হয়েছে, ক্যুইনসের বাসিন্দা দীনেশ্বর বুধিদাত তার ২৭ বছর বয়সী স্ত্রী ডোন ডোজয়কে লাগাতার ছুরিকাঘাতে হত্যা করেন। তারপর গলায় ফাঁস লাগিয়ে একটি গাছে ঝুলে পড়েন নিজেও।
পুলিশি জেরায় ডোজয়ের বন্ধুরা জানান, হৃত্বিক রোশনের জন্য পাগল ছিলেন ডোন ডোজয়। তার স্বামী এটা মেনে নিতে পারতেন না। মাঝে মধ্যে এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হত। বাড়িতে বসে হৃত্বিকের ছবি দেখলে বা গান শুনলেও খুব অশান্তি করতেন দীনেশ্বর বুধিদাত।
স্ত্রীকে হত্যা করার পর শালীকে ফোন করে অপরাধের কথা স্বীকার করেন এই যুবক। চলতি বছরের জুলাইয়ে তিনি ডোন ডোজয়কে বিয়ে করেন। তারপর থেকেই নানা ভাবে ডোজয়কে নির্যাতন শুরু করেন বুধিদাত। এর জন্য একবার গ্রেপ্তারও হয়েছিলেন তিনি।