শামীম আহম্মেদ:
ফুলের তোড়া, ফুলের মালা ও বিভিন্ন রঙ-বেরঙের ফুলের ঢালি নিয়ে ফুলে ফুলে সিক্ত করলেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের নব-নির্বাচিত সভাপতি ম. রুহুল আমিনকে।
রোববার বিকেলে উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে অঙ্গ-সংগঠনের নেতা-কর্মী ও সমর্থকরা উৎসবের আমেজে ওই নেতাকে বরণ করেন।
মুাদনগর থেকে নির্বাচিত আলহাজ¦ ইউসুফ আব্দুল্লাহ হারুণ এমপি ও হোমনা থেকে নির্বাচিত সেলিমা আহমেদ মেরী এমপির উপস্থিতি নেতা-কর্মী ও সমর্থকদের মাঝে আনন্দের মাত্রা আরো বাড়িয়ে দেন।
বরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ হারুণ আল রশীদ, সৈয়দ আব্দুল কাইয়ুম খসরু, মুক্তিযোদ্ধা হানিফ সরকার, ইউপি চেয়ারম্যান কাজী আবুল খায়ের, জাকির হোসেন, শরিফুল ইসলাম, শাহজাহান বিএসসি, একেএম সফিকুল ইসলাম ও নজরুল ইসলাম প্রমুখ।
কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের নব-নির্বাচিত সভাপতি ম. রুহুল আমিন আসার সংবাদ পেয়ে সকাল থেকেই আওয়ামী অঙ্গ-সংগঠনের নেতা-কর্মী ও সমর্থকরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ইলিয়টগঞ্জে জড়ো হতে থাকে। সেখান থেকে মুরাদনগর আসার পথে বিভিন্ন বাজার ও বাসষ্ট্যান্ডে তাকে ফুলের তোড়া দিয়ে অভিনন্দন জানায় স্থানীয় নেতা-কর্মী ও সমর্থকরা।
১৯৭৩ সালে নৌকা প্রতিক নিয়ে কুমিল্লা-৩ (মুরাদনগর) আসন থেকে নির্বাচিত হওয়া এমপি ডা: ওয়ালী আহাম্মদের সুযোগ্য সন্তান ম. রুহুল আমিন। মুরাদনগর সদরে তাদের বাড়িতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একাধিকবার এসেছিলেন।
উল্লেখ্য, গত ৯ ডিসেম্বর কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে ক্লিন ইমেজের ম. রুহুল আমিনকে সভাপতি নির্বাচিত করা হয়েছে।