ইমন মিয়া, বাঙ্গরা প্রতিনিধি:
নানান কর্মসূচি আর যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস পালিয় হয়েছে মুরাদনগরের নবগঠিত বাঙ্গরাবাজারে।
দিবসটি উপলক্ষে সকালে ঘটিকায় শহীদ সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।
সকাল সাতটায় বাঙ্গরা বাজার এলাকায় কোম্পনীগঞ্জ-নবীনগর সড়কের পাশে শহীদ বাচ্চু মিয়ার সমাধিতে পুষ্প স্তবক অর্পণ করে সকল শহীদের প্রতি শ্রদ্ধা জানায় বাঙ্গরাবাজার প্রেসক্লাবের নেতৃবৃন্দ।
ফুলেল শুভেচছা শেষে দিবসটির উপর সংক্ষিপ্ত বক্তব্য রাখেন বাঙ্গরাবাজার প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম ইমরুল।
প্রেসক্লাবের পক্ষ থেকে আরও বক্তব্য রাখেন শাহ নূর আলম খান, জুমান আহমেদ
এইসময় প্রেসক্লাবের পক্ষ থেকে আরও উপস্থিত ছিলেন সাদ্দাম হোসেন, সাজ্জাদ হোসেন শিমুল প্রমুখ।
এর আগে সকালে একই সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন বাঙ্গরা উমালোচন উচ্চ বিদ্যালয়ের শিক্ষক বৃন্দ এবং ছাত্রলীগের নেতাকর্মীরা।