মো. নাজিম উদ্দিন, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:
‘‘দক্ষ হয়ে বিদেশ গেলে, অর্থ সম্মান দুই-ই মেলে’’এই প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক অভিবাসী দিবস পালন করেছে মুরাদনগর উপজেলা প্রশাসন।
বুধবার সকাল সাড়ে ১০টায় মুরাদনগর উপজেলা প্রশাসনের আয়োজনে ও ব্র্যাক মুরাদনগর শাখার সহযোগিতায় উপজেলা পরিষদ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে কবি নজরুল মিলনায়তনে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার অভিষেক দাশের সভাপতিত্বে ও সমাজসেবা অফিসার কবির আহাম্মদের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন কৃষি অফিসার মাইনউদ্দিন আহাম্মদ সোহাগ, যুব উন্নয়ন কর্মকর্তা মুমিনুল হক, ব্র্যাক মুরাদনগর শাখার মাইগ্রেশন প্রোগ্রাম প্রত্যাশার এফও জামির হোসেন সরকার।
এসময় আরো উপস্থিত ছিলেন, পরিবার পরিকল্পনা কর্মকর্তা মিজানুর রহমান, মাধ্যমিক শিক্ষা অফিসার সফিউল আলম তালুকদার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবদুল হাই খান, পল্লী সঞ্চয় ব্যাংকের শাখা ব্যবস্থাপক আফজালের রহমান, সিনিয়র মৎস কর্মকর্তা মিজানুর রহমান, সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা গোলাম মোস্তফা, স্কাউটস সম্পাদক ফরিদ উদ্দিন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা সূফি আহাম্মদ, ব্র্যাক মুরাদনগর শাখার মাইগ্রেশন প্রোগ্রাম অনুপ্রেরণার এফও রেবেকা সুলতানা নিপা প্রমুখ।