ঢাকা ০২:৩০ অপরাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

মুরাদনগরে যুবলীগ নেতা ইউনুসের ব্যতিক্রমধর্মী জনসেবায় মুগ্ধ কৃষকরা

মো. শরিফুল আলম চৌধুরী:

আওয়ামী যুবলীগ নেতা ও স্থানীয় কৃষক ইউনুস ভূইয়ার ব্যতিক্রমধর্মী জনসেবায় মুগ্ধ হয়ে পড়েছেন কুমিল্লার মুরাদনগর উপজেলার দারোরা ইউনিয়নের কাজিয়াতল সাত চুড়া বিল, কদম মুড়ার বিল ও বড়ই মুড়া বিলের কৃষক কৃষানীসহ বহিরাগত ধান কাটার শ্রমিকরা।

দেশের দূও দূরান্ত থেকে ইরি বোরো ধান কাটতে আসা শ্রমিকদের জন্য নিজের বাড়িটি ফ্রি করে দেয়াসহ বিলের মাঝখানে সুপেয় পানির পিপাসা মেটানোর জন্য নিজ অর্থায়নে একটি টিউবওয়েলও বসিয়ে দিয়েছেন তিনি।

জানা যায়, মুরাদনগর উপজেলার দীর্ঘতম কৃষি ভূমিতে কৃষি কাজ করতে আসা শ্রমিকদের বিশুদ্ধ পানির পিপাসা মেটানোর কোন ব্যবস্থা না থাকায় স্বেচ্ছায় এ উদ্যোগ গ্রহন করেছেন বলে জানা গেছে।

শনিবার দুপুরে সরেজজমিনে গিয়ে দেখা ও শুনা যায় অন্তত শতাধিক ধান কাটার শ্রমিক ওই টিউবওয়েল হতে পানি সংগ্রহ করেছেন এবং প্রায় ১৫/২০ জন শ্রমিক তার বাড়িতেও রাত যাপন করেছেন। রংপুরের হুমায়ুন, আকরাম ও নবীউল হক বলেন, আমাদের মতো এ এলাকায় কর্মরত আমাদের এলাকার অন্যদের কাছে জানতে পারলাম বিশাল এ ফসলি বিলের মধ্যে টিউবওয়েল আমাদের মতো দিনমুজুরদের জন্য ঘর তৈরি করে থাকার ব্যবস্থা করেছেন ইউনুস ভাই। তা জানতে পেরে আমরা কৃষক বন্ধু ইউনুস ভাইয়ের বাড়িতে আসি। বিলের মাঝখানে কাজের সময় দুপুরের প্রখর রোদে সুপেয় বিশুদ্ধ পানি পান করার সুযোগ ও রাতে ভালভাবে থাকতে পেরে আমরা শুধু ইউনুস ভাইয়ের জন্য দোয়া করেছি।

আওয়ামীলীগ সমর্থক যুবক ইউনুস ভূইয়া বলেন, কাজিয়াতলের এ ফসলি মাঠে কাজ করার সময় পানির পিপাসা লাগলে কৃষক শ্রমিকরা অনেক দুর থেকে খাবার পানি সংগ্রহ করতে হতো এবং দুর দুরান্ত থেকে আসা শ্রমিকরা কেউ কেউ রাত্রি যাপনের জায়গা পায় না। ইতোপূর্বে এ অঞ্চলে কাজ করতে আসা শ্রমিকরা গ্রামের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও মসজিদ মাদ্রাসায় রাত যাপন করতে দেখা গেছে। এতে খুবই মায়া হয়। তাই আমার বাড়িটিসহ বিলের মধ্যে ওইসব শ্রমিকদের জন্য চলতি মৌসুম থেকে ফ্রি থাকতে ব্যবস্থা করে দিয়েছি। মেসার্স ইউনুস ভূইয়া মৎস ও সেচ প্রকল্পের কেয়ারটেকাররা সার্বক্ষণিক আগত শ্রমিকদের সেবায় নিয়োজিত থাকবে।

জানা গেছে, যুব নেতা ইউনুস ভূইয়ার স্ত্রী-সন্তান ঢাকায় অবস্থান করতেন। সন্তানদের শিক্ষাজীবন সমাপ্ত না হওয়া পর্যন্ত ঢাকায় অবস্থান করলে খালি পড়ে থাকবে নিজের বাড়িটিও। তাই জনসেবায় খোলামনে শ্রমিকদের জন্য ওই বাড়িটিতে ফ্রি রাখতে সিদ্ধান্ত নেন ইউনুস। সরজমিনে পরিদর্শনে গিয়ে দেখা গেছে, শ্রমিকদের থাকা ও এক সঙ্গে খাবারের জায়গা রয়েছে। শতাধিক শ্রমিক অনায়াসে (ফ্রি) থাকতে পারবে ওই বাড়িতে।

বাড়িতে রয়েছে সুপ্রশস্থ স্থান, বাউন্ডারির মধ্যে খোলা আকাশের নিচে বসে গল্প করার মতো ফলজ বাগানও আছে। ইউনুস পরিবারের সাথে ঘনিষ্ট কৃষক আবুল হাশেম, আবদুল হান্নান ও আবদুর রহমান বলেন, ইউনুস বঙ্গবন্ধু কন্যা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুগত হয়ে প্রধানমন্ত্রীর কাছে জনসেবা কি- শিক্ষা নিয়েছে। তাই জনসেবা করতে তার বাড়িটিও শ্রমিকদের রাত্রিযাপন এবং অন্য সময় দলীয় নেতাকর্মীদের বিভিন্ন অনুষ্ঠানের জন্য ফ্রি ব্যবস্থা করে দেয়া হয়েছে।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

মুরাদনগরে কৃষক ও উদ্যোক্তাদের দিনব্যাপী কর্মশালা

মুরাদনগরে যুবলীগ নেতা ইউনুসের ব্যতিক্রমধর্মী জনসেবায় মুগ্ধ কৃষকরা

আপডেট সময় ১০:৪৭:১১ পূর্বাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২০

মো. শরিফুল আলম চৌধুরী:

আওয়ামী যুবলীগ নেতা ও স্থানীয় কৃষক ইউনুস ভূইয়ার ব্যতিক্রমধর্মী জনসেবায় মুগ্ধ হয়ে পড়েছেন কুমিল্লার মুরাদনগর উপজেলার দারোরা ইউনিয়নের কাজিয়াতল সাত চুড়া বিল, কদম মুড়ার বিল ও বড়ই মুড়া বিলের কৃষক কৃষানীসহ বহিরাগত ধান কাটার শ্রমিকরা।

দেশের দূও দূরান্ত থেকে ইরি বোরো ধান কাটতে আসা শ্রমিকদের জন্য নিজের বাড়িটি ফ্রি করে দেয়াসহ বিলের মাঝখানে সুপেয় পানির পিপাসা মেটানোর জন্য নিজ অর্থায়নে একটি টিউবওয়েলও বসিয়ে দিয়েছেন তিনি।

জানা যায়, মুরাদনগর উপজেলার দীর্ঘতম কৃষি ভূমিতে কৃষি কাজ করতে আসা শ্রমিকদের বিশুদ্ধ পানির পিপাসা মেটানোর কোন ব্যবস্থা না থাকায় স্বেচ্ছায় এ উদ্যোগ গ্রহন করেছেন বলে জানা গেছে।

শনিবার দুপুরে সরেজজমিনে গিয়ে দেখা ও শুনা যায় অন্তত শতাধিক ধান কাটার শ্রমিক ওই টিউবওয়েল হতে পানি সংগ্রহ করেছেন এবং প্রায় ১৫/২০ জন শ্রমিক তার বাড়িতেও রাত যাপন করেছেন। রংপুরের হুমায়ুন, আকরাম ও নবীউল হক বলেন, আমাদের মতো এ এলাকায় কর্মরত আমাদের এলাকার অন্যদের কাছে জানতে পারলাম বিশাল এ ফসলি বিলের মধ্যে টিউবওয়েল আমাদের মতো দিনমুজুরদের জন্য ঘর তৈরি করে থাকার ব্যবস্থা করেছেন ইউনুস ভাই। তা জানতে পেরে আমরা কৃষক বন্ধু ইউনুস ভাইয়ের বাড়িতে আসি। বিলের মাঝখানে কাজের সময় দুপুরের প্রখর রোদে সুপেয় বিশুদ্ধ পানি পান করার সুযোগ ও রাতে ভালভাবে থাকতে পেরে আমরা শুধু ইউনুস ভাইয়ের জন্য দোয়া করেছি।

আওয়ামীলীগ সমর্থক যুবক ইউনুস ভূইয়া বলেন, কাজিয়াতলের এ ফসলি মাঠে কাজ করার সময় পানির পিপাসা লাগলে কৃষক শ্রমিকরা অনেক দুর থেকে খাবার পানি সংগ্রহ করতে হতো এবং দুর দুরান্ত থেকে আসা শ্রমিকরা কেউ কেউ রাত্রি যাপনের জায়গা পায় না। ইতোপূর্বে এ অঞ্চলে কাজ করতে আসা শ্রমিকরা গ্রামের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও মসজিদ মাদ্রাসায় রাত যাপন করতে দেখা গেছে। এতে খুবই মায়া হয়। তাই আমার বাড়িটিসহ বিলের মধ্যে ওইসব শ্রমিকদের জন্য চলতি মৌসুম থেকে ফ্রি থাকতে ব্যবস্থা করে দিয়েছি। মেসার্স ইউনুস ভূইয়া মৎস ও সেচ প্রকল্পের কেয়ারটেকাররা সার্বক্ষণিক আগত শ্রমিকদের সেবায় নিয়োজিত থাকবে।

জানা গেছে, যুব নেতা ইউনুস ভূইয়ার স্ত্রী-সন্তান ঢাকায় অবস্থান করতেন। সন্তানদের শিক্ষাজীবন সমাপ্ত না হওয়া পর্যন্ত ঢাকায় অবস্থান করলে খালি পড়ে থাকবে নিজের বাড়িটিও। তাই জনসেবায় খোলামনে শ্রমিকদের জন্য ওই বাড়িটিতে ফ্রি রাখতে সিদ্ধান্ত নেন ইউনুস। সরজমিনে পরিদর্শনে গিয়ে দেখা গেছে, শ্রমিকদের থাকা ও এক সঙ্গে খাবারের জায়গা রয়েছে। শতাধিক শ্রমিক অনায়াসে (ফ্রি) থাকতে পারবে ওই বাড়িতে।

বাড়িতে রয়েছে সুপ্রশস্থ স্থান, বাউন্ডারির মধ্যে খোলা আকাশের নিচে বসে গল্প করার মতো ফলজ বাগানও আছে। ইউনুস পরিবারের সাথে ঘনিষ্ট কৃষক আবুল হাশেম, আবদুল হান্নান ও আবদুর রহমান বলেন, ইউনুস বঙ্গবন্ধু কন্যা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুগত হয়ে প্রধানমন্ত্রীর কাছে জনসেবা কি- শিক্ষা নিয়েছে। তাই জনসেবা করতে তার বাড়িটিও শ্রমিকদের রাত্রিযাপন এবং অন্য সময় দলীয় নেতাকর্মীদের বিভিন্ন অনুষ্ঠানের জন্য ফ্রি ব্যবস্থা করে দেয়া হয়েছে।