রায়হান চৌধুরী, বিশেষ প্রতিনিধিঃ
কুমিল্লার মুরাদনগর উপজেলায় মাসিক আইন-শৃঙ্খলা ও সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল সাড়ে ১১টায় উপজেলা কবি নজরুল মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
মাসিক সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাকিব হাছান খাঁন, প্রাণিসম্পদ কর্মকর্তা মোহাম্মদ আলী, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সিরাজুল ইসলাম মানিক, উপজেলা প্রকৌশলী কাজী ফয়সাল বারি পূর্ণ, পরিবার পরিকল্পনা কর্মকর্তা সানজিদা হায়দার নুপুর, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম, মুরাদনগর থানার ওসি মো. জাহিদুর রহমান, বাঙ্গরা বাজার থানার ওসি (তদন্ত) মোঃ আনোয়ার হোসেন প্রমুখ।
এছাড়াও সভায় বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের মধ্যে উপস্থিত ছিলেন— কাজী তুফরীজ এটন, আবু মুছা, ভিপি জাকির হোসেন, কাজী আবুল খায়ের, আবুল কালাম আজাদ, শেখ জাকির, কামাল উদ্দিন খন্দকার, আবুল বাশার খাঁন, মোঃ আরমান মিয়া, সামাদ মাঝি, গোলাম কিবরিয়া খোকন, আব্দুর রহিম, শুকলাল দেবনাথ, তৈয়বুর রহমান তুহিন ও ইকবাল হোসেন।
এ সময় মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সফিউল আলম তালুকদার, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রাজ্জাক, সমবায় কর্মকর্তা মোশারফ হোসেন ভূঁইয়া, মহিলা বিষয়ক কর্মকর্তা আব্দুল আউয়াল, যুব উন্নয়ন কর্মকর্তা জসিম উদ্দিন, আইসিটি কর্মকর্তা রাফিত উদ্দিন খান, মুরাদনগর পল্লী বিদ্যুতের এজিএম মেহেদী হাসান চৌধুরী, জনস্বাস্থ্য প্রকৌশলী মাসুদুর রহমান, সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা গোলাম মোস্তফাসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় আইন-শৃঙ্খলা রক্ষা, উন্নয়ন কার্যক্রম, মাদক ও সামাজিক সমস্যা প্রতিরোধসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। অতঃপর সবাই সম্মিলিতভাবে মুরাদনগরের সার্বিক উন্নয়নে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।