ঢাকা ০২:১৯ অপরাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ৩ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

মুরাদনগরে আওয়ামী লীগের ৭ নেতা-কর্মী গ্রেপ্তার

মাহবুব আলম আরিফ, বিশেষ প্রতিনিধিঃ

কুমিল্লার মুরাদনগর উপজেলাধীন মুরাদনগর থানায় ফ্যাসিস্ট আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িতথাকার অভিযোগে পুলিশের বিশেষ অভিযানে ৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (১৫ ডিসেম্বর) রাতভর উপজেলার মুরাদনগর থানার বিভিন্ন এলাকায় সাঁড়াশি অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার দুপুরে তাদের কুমিল্লা বিজ্ঞ আদালতে হাজির করা হলে আদালত তাদের জেল হাজতে প্রেরণের আদেশ দেন।

গ্রেপ্তারকৃতরা হলেন— মুরাদনগর সদর ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান বদরুজ্জামান (৬৫), মুরাদনগর উপজেলা আওয়ামী লীগের ত্রাণ বিষয়ক সম্পাদক মোহাম্মদ আক্তার হোসেন (৫২), মুরাদনগর উপজেলা আওয়ামীলীগের সাবেক দপ্তর সম্পাদক গোলাম মোস্তফা ভূঁইয়া মেম্বার (৬৫), মুরাদনগর গ্রামের আবুল কাশেমের ছেলে শারফিন শাহ (৫০), একই গ্রামের হাজী আব্দুর রশিদের ছেলে রাকিব (৩০), বাখরনগর গ্রামের আব্দুর রশিদের ছেলে সাইদুর রহমান (৩৮) এবং করিমপুর গ্রামের লাল মিয়ার ছেলে দলিল লেখক গোলাম মোস্তফা (৬৭)।

মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ হাসান জামিল খান জানান, গ্রেপ্তারকৃতরা সবাই ফ্যাসিস্ট আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। তাদের বিরুদ্ধে রাজনৈতিক মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

জনপ্রিয় সংবাদ

মুরাদনগরে আওয়ামী লীগের ৭ নেতা-কর্মী গ্রেপ্তার

আপডেট সময় ০৯:৩১:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫

মাহবুব আলম আরিফ, বিশেষ প্রতিনিধিঃ

কুমিল্লার মুরাদনগর উপজেলাধীন মুরাদনগর থানায় ফ্যাসিস্ট আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িতথাকার অভিযোগে পুলিশের বিশেষ অভিযানে ৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (১৫ ডিসেম্বর) রাতভর উপজেলার মুরাদনগর থানার বিভিন্ন এলাকায় সাঁড়াশি অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার দুপুরে তাদের কুমিল্লা বিজ্ঞ আদালতে হাজির করা হলে আদালত তাদের জেল হাজতে প্রেরণের আদেশ দেন।

গ্রেপ্তারকৃতরা হলেন— মুরাদনগর সদর ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান বদরুজ্জামান (৬৫), মুরাদনগর উপজেলা আওয়ামী লীগের ত্রাণ বিষয়ক সম্পাদক মোহাম্মদ আক্তার হোসেন (৫২), মুরাদনগর উপজেলা আওয়ামীলীগের সাবেক দপ্তর সম্পাদক গোলাম মোস্তফা ভূঁইয়া মেম্বার (৬৫), মুরাদনগর গ্রামের আবুল কাশেমের ছেলে শারফিন শাহ (৫০), একই গ্রামের হাজী আব্দুর রশিদের ছেলে রাকিব (৩০), বাখরনগর গ্রামের আব্দুর রশিদের ছেলে সাইদুর রহমান (৩৮) এবং করিমপুর গ্রামের লাল মিয়ার ছেলে দলিল লেখক গোলাম মোস্তফা (৬৭)।

মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ হাসান জামিল খান জানান, গ্রেপ্তারকৃতরা সবাই ফ্যাসিস্ট আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। তাদের বিরুদ্ধে রাজনৈতিক মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।