মো.নাজিম উদ্দিন ভূইয়া, চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধিঃ
সারা দেশের ন্যায় কুমিল্লার চান্দিনায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে জঙ্গিবাদ ও সন্ত্রাসবিরোধী শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও বিশিষ্ট ব্যক্তিবর্গকে নিয়ে সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে ও বিকেলে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের নিজস্ব হল রুমে এই সভা অনুষ্ঠিত হয়।
দুপুরে উপজেলার চান্দিনা ডা.ফিরোজা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের হলরুমে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুমিতা দাশ এর সভাপতিত্বে অভিভাবক এর মধ্যে বর্ক্ততা করেন- আলহাজ্ব মো.আক্তার হোসেন খান, শিক্ষকদের মধ্যে বক্তৃতা করেন- হরিলাল দেবনাথ, জি এম আজিজুল হক। শিক্ষার্থীদের মধ্যে বক্তৃতা করেন- ৮ম শ্রেণীর ছাত্রী তিশা সরকার, ১০ম শ্রেণীর ছাত্রী মাহফুজা আক্তার ইতি।
এসময় উপস্থিত ছিলেন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ প্রমূখ। বিকেলে উপজেলার বড় গোবিন্দপুর আলী মিয়া ভূইয়া উচ্চ বিদ্যালয়ের হলরুমে জঙ্গীবাদ ও সন্ত্রাস বিরোধী আলেচনা সভা অনুষ্ঠিত হয়। সহকারি শিক্ষক মো: মোস্তফা কামাল ভূইয়া এর সঞ্চালনায় এসময় বক্তৃতা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মো. মোস্তফা কামাল, পরিচালনা পর্ষদের বিদ্যুৎসাহী সদস্য মো. গিয়াসউদ্দিন ভূইয়া জামাল, পরিচালনা পর্ষদ সদস্য মো: নজরুল ইসলাম, আশরা ইসলামিয়া মাদ্রাসার মোহতারাম মাও. ইয়াহিয়া রাশেদ কাছেমী, বিদ্যালয় মসজিদের ইমাম মাও. মো: আব্দুল আজিজ ও বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক জনাব মো : জাহাঙ্গীর আলম সাহেব৷
আলোচনায় বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষিকা, ছাত্র ছাত্রী ও অভিভাবক উপস্থিত ছিলেন ৷