মো: মোশাররফ হোসেন মনিরঃ
শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিসহ স্বাভাবিক বেড়ে ওঠে নিশ্চিত করতে সারাদেশের নেয় কুমিল্লার মুরাদনগর উপজেলায় ৭২ হাজার শিশুকে ভিটামিন ’এ’ ক্যাপসুল খাওয়ানো হয়েছে।
শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ২২টি ইউনিয়নে ২৮টি কেন্দ্রে মাধ্যমে এ টিকা খাওয়ানো হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাসেলুল কাদের শনিবার সকালে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভিটামিন ’এ’ ক্যাপসুল খাওয়ানো কার্যক্রমের শুভ উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মো: আবু জাহের, আবাসিক মেডিকেল অফিসার ডা. আব্দুল আল মামুন, ডা. মানিকসহ সকল চিকিৎসক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
টিকা খাওয়ানোর ফলে কোন প্রকার অপ্রিতিকর গঠনার জন্য আলাদা ভাবে মেডিকেল টিমসহ প্রতিটি ইউনিয়নের জন্য প্রথম ও দ্বিতীয় শারির সুপারবাইজারগন ক্যাম্পেইন কার্যক্রম তদারকির জন্য কমিটি গঠন করা হয়েছে।