নাজমুল করিম ফারুক, তিতাস (কুমিল্লা) প্রতিনিধিঃ
কুমিল্লা তিতাস উপজেলার ৩৮তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে বিজ্ঞান মেলা, বিজ্ঞান অলিম্পিয়াড, বির্তক উপস্থিত বক্তৃতা, কুইজ প্রতিযোগিতা ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার উপজেলার শাহনাজ হোসেন আদর্শ মীম কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মকিমা বেগমের সভাপতিত্বে উক্ত আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুমিল্লা-২ আসনের সংসদ সদস্য ও কুমিল্লা (উত্তর) জেলা জাতীয়পার্টির সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ আমির হোসেন ভূঁইয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শাহনাজ হোসেন আদর্শ মীম কলেজের প্রতিষ্ঠাতা মোঃ আক্তার হোসেন রানা, শাহনাজ হোসেন আদর্শ মীম কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুর রশিদ দানু, শাহনাজ হোসেন আদর্শ মীম কলেজের অধ্যক্ষ সৈয়দ মোঃ আলেক উল্লাহ, পাঁচপুকুরিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জহর লাল ভৌমিক, কড়িকান্দি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোশারফ হোসেন সরকার, উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোঃ কামাল হোসেন।
উক্ত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, গাজীপুর খান হাইস্কুল এন্ড কলেজের সহকারি প্রধান শিক্ষক আতাউর রহমান রবিন, হোমনা জাতীয়পার্টির সাধারণ সম্পাদক মোঃ মনিরুল ইসলাম, উপজেলা যুবসংহতির সভাপতি মোঃ শেখ ফরিদ, উপজেলা জাতীয়পার্টির নেতা কবির হেসেন সওদাগর, মনির হোসেন মুন্সি, শাহনাজ হোসেন আদর্শ মীম কলেজের ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য আক্তারুজ্জামান ভূঁইয়া ও মোঃ ধনু মিয়া প্রমূখ।
দুইদিন ব্যাপি উক্ত বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয় মঙ্গলবার। এতে উপজেলার প্রায় ১০টি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান ও দুটি উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীর মধ্যে সেরা বিজ্ঞান অলিম্পিয়াড, সেরা বির্তক উপস্থিত বক্তৃতা ও সেরা কুইজ বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।