ঢাকা ১১:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

চান্দিনায় অটোরিকশা চালকের ছুরিকাঘাতে যুবক খুন

চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধিঃ
কুমিল্লার চান্দিনায় সিএনজি অটোরিকশার ৫টাকা ভাড়া নিয়ে নারী যাত্রীর সঙ্গে চালকের বিরূপ আচরণকে কেন্দ্র করে চালকেরই ছুরিকাঘাতে মাসুম (২৩) নামে এক যুবক খুন হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ২জন।
বুধবার দুপুর সাড়ে ১২টায় উপজেলার মাইজখার গ্রামে এ ঘটনা ঘটে। নিহত যুবক মাসুম ওই গ্রামের ফজলু মিয়ার ছেলে।
আহতরা হলেন- নিহতের বড় ভাই মাসুদ  (২৭) ও একই বাড়ির চাচাতো ভাই আব্দুর রাজ্জাকের ছেলে সাঈদ (১৭)। আহতদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শী সিরাজ মিয়া জানান, বদরপুর বাজার থেকে সিএনজি অটোরিকশার এক নারী যাত্রী মাত্র এক কিলোমিটার দূরত্বে মাইজখার আচার্যবাড়ি সংলগ্ন এলাকায় নেমে ৫ টাকা ভাড়া দেন। চালক ৫ টাকা নিতে অস্বীকার করে ১০ টাকা দাবি করেন। ওই নারী যাত্রী ১০ টাকা দেওয়ার অপারগতা প্রকাশ করলে চালক ক্ষিপ্ত হয়ে নারী যাত্রীকে অকথ্য ভাষায় গালমন্দ করে। এসময় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা মাসুম প্রতিবাদ করলে চালক ও মাসুমের মধ্যে ঝগড়া হয়।
ঘটনার পরপর উভয় পক্ষ ঘটনাস্থল ত্যাগ করেন। মাত্র আধাঘণ্টা পর সিএনজি অটোরিকশা চালক একই গ্রামের সুলতান মিয়ার ছেলে শাহজালাল ও অন্য লোকজন নিয়ে আবারও সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় চালক শাহজালালের এলোপাথাড়ি ছুরিকাঘাতে অন্তত ৩ জন আহত হয়। আহতদের চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত ডাক্তার মাসুমকে মৃত ঘোষণা করেন এবং গুরুতর আহতদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
চান্দিনা থানার অফিসার ইনচার্জ (ওসি) নাছির উদ্দিন মৃধা ঘটনা নিশ্চিত করে বলেন, আমরা হাসপাতালসহ ঘটনাস্থল পরিদর্শন করেছি। নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।
ট্যাগস
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাবেক মন্ত্রী কায়কোবাদের সঙ্গে তুর্কী এমপির সাক্ষাৎ

চান্দিনায় অটোরিকশা চালকের ছুরিকাঘাতে যুবক খুন

আপডেট সময় ০১:৪৫:২৯ অপরাহ্ন, বুধবার, ১৫ ফেব্রুয়ারী ২০১৭
চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধিঃ
কুমিল্লার চান্দিনায় সিএনজি অটোরিকশার ৫টাকা ভাড়া নিয়ে নারী যাত্রীর সঙ্গে চালকের বিরূপ আচরণকে কেন্দ্র করে চালকেরই ছুরিকাঘাতে মাসুম (২৩) নামে এক যুবক খুন হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ২জন।
বুধবার দুপুর সাড়ে ১২টায় উপজেলার মাইজখার গ্রামে এ ঘটনা ঘটে। নিহত যুবক মাসুম ওই গ্রামের ফজলু মিয়ার ছেলে।
আহতরা হলেন- নিহতের বড় ভাই মাসুদ  (২৭) ও একই বাড়ির চাচাতো ভাই আব্দুর রাজ্জাকের ছেলে সাঈদ (১৭)। আহতদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শী সিরাজ মিয়া জানান, বদরপুর বাজার থেকে সিএনজি অটোরিকশার এক নারী যাত্রী মাত্র এক কিলোমিটার দূরত্বে মাইজখার আচার্যবাড়ি সংলগ্ন এলাকায় নেমে ৫ টাকা ভাড়া দেন। চালক ৫ টাকা নিতে অস্বীকার করে ১০ টাকা দাবি করেন। ওই নারী যাত্রী ১০ টাকা দেওয়ার অপারগতা প্রকাশ করলে চালক ক্ষিপ্ত হয়ে নারী যাত্রীকে অকথ্য ভাষায় গালমন্দ করে। এসময় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা মাসুম প্রতিবাদ করলে চালক ও মাসুমের মধ্যে ঝগড়া হয়।
ঘটনার পরপর উভয় পক্ষ ঘটনাস্থল ত্যাগ করেন। মাত্র আধাঘণ্টা পর সিএনজি অটোরিকশা চালক একই গ্রামের সুলতান মিয়ার ছেলে শাহজালাল ও অন্য লোকজন নিয়ে আবারও সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় চালক শাহজালালের এলোপাথাড়ি ছুরিকাঘাতে অন্তত ৩ জন আহত হয়। আহতদের চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত ডাক্তার মাসুমকে মৃত ঘোষণা করেন এবং গুরুতর আহতদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
চান্দিনা থানার অফিসার ইনচার্জ (ওসি) নাছির উদ্দিন মৃধা ঘটনা নিশ্চিত করে বলেন, আমরা হাসপাতালসহ ঘটনাস্থল পরিদর্শন করেছি। নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।