খেলাধূলা ডেস্কঃ
ইংল্যান্ডের ওয়ানডে দলের অধিনায়ক ইওন মর্গ্যান এবং উদ্বোধনী ব্যাটসম্যান অ্যালেক্স হালস বাংলাদেশে আসছেন না। নিরাপত্তা-জনিত কারণে তারা আসন্ন সফরে দলের সাথে যোগ না দেয়ার এ সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছে ইংল্যান্ড ক্রিকেট কর্তৃপক্ষ। এ মাসে ইংল্যান্ড দলের বাংলাদেশে আসার কথা।
ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের পরিচালক অ্যান্ড্রু স্ট্রাউস এক বিবৃতিতে বলেছেন, ব্যবস্থাপকরা খেলোয়াড়দের এমন মনোভাবে আশাহত হয়েছেন। কিন্তু তারা ক্রিকেটারদের সিদ্ধান্তকে সম্মান জানাতে তা মেনেও নিয়েছেন। তবে ভবিষ্যতে আর কোনো খেলোয়াড়কে দল থেকে প্রত্যাহার করে নিতে হবে না বলে আশা করছে ইসিবি।
ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো বলছে, মর্গ্যানের পরিবর্তে দলের নেতৃত্ব দেবেন ভাইস ক্যাপ্টেন জস বাটলার। বাংলাদেশের বিপক্ষে তিনটি একদিনের আন্তর্জাতিক ম্যাচ এবং দুটো টেস্টের জন্য দল ঘোষণা করা হবে শুক্রবার।
আগামী ২৯ সেপ্টেম্বর বাংলাদেশে রওনা হওয়ার কথা রয়েছে ইংল্যান্ড দলের। এরপর অক্টোবরের প্রথম সপ্তাহ থকেই ওয়ানডে সিরিজ শুরুর কথা।