শরিফুল আলম চৌধুরীঃ
২৫ মে ২০১৫ ইং (মুরাদনগর বার্তা ডটকম)ঃ
আগামি জাতীয় শিশু ও শোক দিবসের আগেই মুরাদনগরকে জেলা ঘোষনার দাবিতে বিভিন্ন শ্রেনী পেশার মানুষেরা মিছিল-সমাবেশ শেষে মানববন্ধন করেছে। মুরাদনগর উপজেলা আমরা মুক্তিযোদ্ধার সন্তান কমিটি ও মুরাদনগর জেলা বাস্তবায়ন কমিটির আয়োজনে সোমবার বেলা দুপরের দিকে উপজেলার কাজিয়াতল দক্ষিনপাড়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার মাঠ থেকে থেকে বিশাল একটি মিছিল বের হয়ে কাজিয়াতল সুপার মার্কেট চত্বরে গিয়ে শেষ হয়।
সেখানে মুরাদনগর উপজেলা আমরা মুক্তিযোদ্ধার সন্তান কমিটির সভাপতি শরিফুল আলম চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য রাখেন- শেখ সজীব ওয়াজেদ জয় ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মো: গিয়াস উদ্দিন মাসুদ, বীর মুক্তিযোদ্ধা রোশন আলী, আওয়ামীলীগ নেতা জহিরুল হক মেম্বার, আবদুল কুদ্দুস মিয়া সরকার, আনোয়ার হোসেন মাস্টার প্রমূখ।
সমাবেশে বক্তারা বলেন, অবিলম্বে ১৫ আগষ্ট জাতীয় শিশু ও শোক দিবসের আগেই মুরাদনগরকে জেলা ঘোষনার দাবি করেন। এদিকে সোমবার নজরুল জন্মজয়ন্তী পালনে প্রধান মন্ত্রী শেখ হাসিনা কািমল্লায় আগমনে মুরাদনগর উপজেলার বিভিন্ন অলি গলিসহ শহর কুমিল্লায় মুরাদনগরকে জেলা ঘোষনার দাবি সম্বলিত হরেকরকম ব্যানার, পোস্টার, ফেস্টুন লাগিয়েছে মুরাদনগর জেলা বাস্তবায়ন পরিষদ।
উল্লেখ্য, গত ৪ মার্চ কেন্দ্রীয় আওয়ামীলীগের সাবেক অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক ইউসুফ আবদুল্লাহ হারুন এমপি মহান জাতীয় সংসদে মুরাদনগরকে স্বতন্ত্র জেলা হিসাবে ঘোষনার দাবি জানানোয় এরই প্রেক্ষিতে আশান্বিত হয় বৃহত্তর মুরাদনগরবাসী দীর্ঘদিন ধরে মুরাদনগর জেলা ও শ্রীকাইল কলেজ সরকারিকরনের দাবিতে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছিল।