ঢাকা ০৯:৩৬ অপরাহ্ন, শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

মুরাদনগরে পাওনা একশত টাকা চাওয়ায় দোকান ভাংচুর ও লোটপাট

pc muradnagar, comilla 21-05-15

মো: মোশাররফ হোসেন মনিরঃ

২২ মে ২০১৫ ইং (মুরাদনগর বার্তা ডটকম):

মুরাদনগর উপজেলার পূর্বধৈইর (পঃ) ইউনিয়নের দৈল বাড়ি গ্রামের ব্রিজ সংলগ্ন মায়ের দোয়া হোটেল গত বুধবার রাত ৮ টার দিকে পাওনা একশত টাকার জন্য দোকান ভাংচুর ও লোট পাটের অভিযোগ পাওয়া যায়।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার দৈল বাড়ী গ্রামের বিজ্র সংলগ্ন মায়ের দোয়া হোটেলের মালিক গোলাম মোস্তফার ছেলে এনামুল পওনা একশত টাকা দৈল বাড়ী গ্রামের শিশু মিয়ার ছেলে ছাদ্দাম হোসেনের(৩০) কাছে চাইলে কথা কাটাকাটির এক পর্যায়ে ছাদ্দাম হোসেন এনামুলকে হত্যার হুমকী দিয়ে চলে যায়। পরে সাদ্দাম হোসেন, ভাই বিল্লাল হোসেন (২৫), মৃত নোয়াব আলীর ছেলে মিন্টু(৩০), শরিফ(১৮) সহ ৭/৮ জনের একটি সন্ত্রাসী দলকে নিয়ে মায়ের দোয়া হোটেলে হামলা চালিয়ে ভাংচুর ও লোটপাটের ঘটনা ঘটায়।

পরে রাতেই হোটেলের মালিক গোলাম মোস্তফা মুরাদনগর থানায় একটি অভিযোগ দায়ের করেন। বৃহস্পতিবার দুপুরে এএসআই আজিজ ঘটনার স্থল পরিদর্শন করেন।

এ ব্যাপারে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, আমরা অভিযোগ পেয়েছি। ঘটনার স্থলে পুলিশ পাঠানো  হয়েছে। প্রয়োজনিয় ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

মুরাদনগর উপজেলা বিএনপির ১৭ বছর পর বিজয় দিবস উদযাপন

মুরাদনগরে পাওনা একশত টাকা চাওয়ায় দোকান ভাংচুর ও লোটপাট

আপডেট সময় ০৭:০৪:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০১৫

pc muradnagar, comilla 21-05-15

মো: মোশাররফ হোসেন মনিরঃ

২২ মে ২০১৫ ইং (মুরাদনগর বার্তা ডটকম):

মুরাদনগর উপজেলার পূর্বধৈইর (পঃ) ইউনিয়নের দৈল বাড়ি গ্রামের ব্রিজ সংলগ্ন মায়ের দোয়া হোটেল গত বুধবার রাত ৮ টার দিকে পাওনা একশত টাকার জন্য দোকান ভাংচুর ও লোট পাটের অভিযোগ পাওয়া যায়।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার দৈল বাড়ী গ্রামের বিজ্র সংলগ্ন মায়ের দোয়া হোটেলের মালিক গোলাম মোস্তফার ছেলে এনামুল পওনা একশত টাকা দৈল বাড়ী গ্রামের শিশু মিয়ার ছেলে ছাদ্দাম হোসেনের(৩০) কাছে চাইলে কথা কাটাকাটির এক পর্যায়ে ছাদ্দাম হোসেন এনামুলকে হত্যার হুমকী দিয়ে চলে যায়। পরে সাদ্দাম হোসেন, ভাই বিল্লাল হোসেন (২৫), মৃত নোয়াব আলীর ছেলে মিন্টু(৩০), শরিফ(১৮) সহ ৭/৮ জনের একটি সন্ত্রাসী দলকে নিয়ে মায়ের দোয়া হোটেলে হামলা চালিয়ে ভাংচুর ও লোটপাটের ঘটনা ঘটায়।

পরে রাতেই হোটেলের মালিক গোলাম মোস্তফা মুরাদনগর থানায় একটি অভিযোগ দায়ের করেন। বৃহস্পতিবার দুপুরে এএসআই আজিজ ঘটনার স্থল পরিদর্শন করেন।

এ ব্যাপারে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, আমরা অভিযোগ পেয়েছি। ঘটনার স্থলে পুলিশ পাঠানো  হয়েছে। প্রয়োজনিয় ব্যবস্থা নেওয়া হবে।