ঢাকা ০৮:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১৩ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

মুরাদনগের তিন প্রবাসীর বাড়ীতে ডাকাতি : গৃহবধুর দু’হাতের রগ কর্তন

pc muradnagar, barta 25-04-15

মো: আবুল কালাম আজাদ ভূইয়া, বিশেষ প্রতিনিধিঃ

২৫ এপ্রিল ২০১৫ইং, (মুরাদনগর বার্তা ডটকম):

মুরাদনগরে শনিবার মধ্যরাতে আকুবপুর ইউনিয়নের পাকদেওড়া ও পশ্চিম বাংগড়া ইউনিয়নের দীঘিরপাড় কাউন্নামুড়ি গ্রামের তিন প্রবাসীর বাড়ীতে ডাকাতি হয়েছে। ডাকাতরা এক গৃহবধুর দু’হাতের রগ কর্তন করেছে।

জাানাযায়, উপজেলার আকুবপুর ইউনিয়নের পাক দেওড়া গ্রামের শনিবার মধ্যরাতে প্রবাসী হাজী বাসার ভূইয়া বাড়ী, প্রবাসী জলিল মিয়া ও পশ্চিম বাংগড়া ইউনিয়নের দীঘিরপাড় কাউন্নামুড়ি গ্রামের দক্ষিণ পাড়া ডুবাই প্রবাসী জাহাঙ্গীর আলমের বাড়ীতে ডাকাতরা মধ্যরাতে তুফানের মধ্যে হানা দেয়।

তারা জানায়, একদিকে তুফান অন্যদিকে ডাকাতদের মারধর। আমাদের হাকডাক কেহ শুনছে না। কাউন্নামুড়ি গ্রামের জাহাঙ্গীর আলমেন স্ত্রী সুমি আক্তার জানান, একদল ডাকাত মধ্যরাতে তুফানের মধ্যে আমার ঘরে দরজার পাশ্বে টিনেরবেড়া কেটে দরজা খুলে আমার বুকের উপর উঠে গলায় রাম দা ধরে বলে আলমারীর ও ছোকেচের চাবি দিতে, চাবি দিতে দেরী হওয়ায় আমার ডান ও বাম হাতের রগ কেটে দেয় ডাকাতরা। সুমী বর্তমানে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল (কুমেকে) চিকিৎসাধীন রয়েছেন। মামলার পক্রিয়াধীন রয়েছে।

মুরাদনগর থানায় অফিসার ইনর্চাজ (ওসি) মিজানুর রহমান জানান, ডাকাতির খবন আমরা শুনেছি ।
মাহবুবুর রহমান (পিপিএম) ও এসআই নূরুল আহলমের নেতৃত্বে একদল পলিশ ঘটনার ¯’ল পরিদর্শন করেছেন। আমরা ডাকাতদের গ্রেফতারের চেষ্টা করছি।

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

দীর্ঘ ১৩ বছর পর দেশে ফিরছেন কায়কোবাদ: স্বাগত জানাতে মুরাদনগরে ব্যাপক প্রস্ততি

মুরাদনগের তিন প্রবাসীর বাড়ীতে ডাকাতি : গৃহবধুর দু’হাতের রগ কর্তন

আপডেট সময় ০৭:৩৮:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০১৫

pc muradnagar, barta 25-04-15

মো: আবুল কালাম আজাদ ভূইয়া, বিশেষ প্রতিনিধিঃ

২৫ এপ্রিল ২০১৫ইং, (মুরাদনগর বার্তা ডটকম):

মুরাদনগরে শনিবার মধ্যরাতে আকুবপুর ইউনিয়নের পাকদেওড়া ও পশ্চিম বাংগড়া ইউনিয়নের দীঘিরপাড় কাউন্নামুড়ি গ্রামের তিন প্রবাসীর বাড়ীতে ডাকাতি হয়েছে। ডাকাতরা এক গৃহবধুর দু’হাতের রগ কর্তন করেছে।

জাানাযায়, উপজেলার আকুবপুর ইউনিয়নের পাক দেওড়া গ্রামের শনিবার মধ্যরাতে প্রবাসী হাজী বাসার ভূইয়া বাড়ী, প্রবাসী জলিল মিয়া ও পশ্চিম বাংগড়া ইউনিয়নের দীঘিরপাড় কাউন্নামুড়ি গ্রামের দক্ষিণ পাড়া ডুবাই প্রবাসী জাহাঙ্গীর আলমের বাড়ীতে ডাকাতরা মধ্যরাতে তুফানের মধ্যে হানা দেয়।

তারা জানায়, একদিকে তুফান অন্যদিকে ডাকাতদের মারধর। আমাদের হাকডাক কেহ শুনছে না। কাউন্নামুড়ি গ্রামের জাহাঙ্গীর আলমেন স্ত্রী সুমি আক্তার জানান, একদল ডাকাত মধ্যরাতে তুফানের মধ্যে আমার ঘরে দরজার পাশ্বে টিনেরবেড়া কেটে দরজা খুলে আমার বুকের উপর উঠে গলায় রাম দা ধরে বলে আলমারীর ও ছোকেচের চাবি দিতে, চাবি দিতে দেরী হওয়ায় আমার ডান ও বাম হাতের রগ কেটে দেয় ডাকাতরা। সুমী বর্তমানে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল (কুমেকে) চিকিৎসাধীন রয়েছেন। মামলার পক্রিয়াধীন রয়েছে।

মুরাদনগর থানায় অফিসার ইনর্চাজ (ওসি) মিজানুর রহমান জানান, ডাকাতির খবন আমরা শুনেছি ।
মাহবুবুর রহমান (পিপিএম) ও এসআই নূরুল আহলমের নেতৃত্বে একদল পলিশ ঘটনার ¯’ল পরিদর্শন করেছেন। আমরা ডাকাতদের গ্রেফতারের চেষ্টা করছি।