মো: শরিফুল ইসলামঃ
রোজ মঙ্গলবার, ০১ এপ্রিল ২০১৫ ইং (মুরাদনগর বার্তা ডটকম):
মুরাদনগরে সম্প্রতি বিদ্যুতের ভয়াবহ লোড শেডিংয়ের কারণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। অতীতের সব রেকর্ড ভঙ্গ করে সাম্প্রতিক বিদ্যুৎ বিপর্যয় অসহনীয় হয়ে উঠার কারণে এলাকাবাসীর মধ্যে এই বিপর্যয় নেমে এসেছে। অতিষ্ঠ এলাকাবাসির অভিযোগ ২৪ ঘণ্টার মধ্যে সব মিলিয়ে ৬ ঘণ্টাও বিদ্যুৎ থাকে না। কোন সময় একবার বিদ্যুৎ চলে গেলে ঘণ্টার পর ঘণ্টা ধরে আর আসে না। বিদ্যুৎ আসলে এক ঘণ্টার বেশি স্থায়ী হয় না। এ আসে এই যায় অবস্থার কারণে অনেকের টিভি, গভীর নলকূপ, ফ্রিজ, পাখা, আয়রন, বাল্বসহ নানা ইলেকট্রনিকস সামগ্রী নষ্ট হওয়ার অভিযোগ পাওয়া গেছে।
এইচ এস এসসি পরীক্ষাথীসহ সকল ছাত্র ছাত্রীদের লেখাপড়ার সময় নিরবচ্ছিন্নভাবে বিদ্যুৎ সরবরাহ অব্যাহত রাখার জন্য সরকারি নির্দেশনা অমান্য করে বিদ্যুৎ বিভাগের স্বেচ্ছাচারিতায় এলাকাবাসি হতভম্ব হয়ে পড়েছে।
কুমিল্লা পল্লীবিদ্যুৎ সমিতি-১ কোম্পানীগঞ্জ শাখার ডেপুটি জেনারেল ম্যানেজার মহিউদ্দিন মোশেহেদুল্লাহ সাথে মোববাইল ফোনে চেষ্টা করেও যোগাযোগ করা যায়নি।
কুমিল্লা পল্লীবিদ্যুৎ সমিতি-১ মুরাদনগর কার্যালয়ের জুনিয়র প্রকৌশলী মো: কেবায়েতুল ইসলাম জানান, আমাদের পর্যাপ্ত পরিমান বিদ্যুৎ থাকা সত্ত্বেও সাবস্টেশন গুলো চালু করতে না পারায় অতিরিক্তি লোড নিতে পারছি না, আর মূলত সে কারনেই লোডশেডিং হচ্ছে।