তপন সরকার, হোমনা প্রতিনিধিঃ
কুমিল্লার হোমনা উপজেলায় দেয়ালে ও গাছে পোস্টার সাঁটানোর দায়ে এক চেয়ারম্যান প্রার্থীসহ নয়জনকে ১৮ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। ৎ
বুধবার বিকেলে দিকে উপজেলার ভাসানিয়া ইউনিয়নে এ আদালত পরিচালনা করেন নির্বাহী হাকিম ও মুরাদনগর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. আজগর আলী।
জরিমানা দেওয়া প্রার্থীরা হলেন, বিএনপির বিদ্রোহী রেজাউল করিম মামুন, সংরক্ষিত নারী এক নম্বর ওয়ার্ডের মাফিয়া, একই ওয়ার্ডের রিনা বেগম, দুই নম্বর ওয়ার্ডের শান্তি বেগম, সাধারণ সদস্য পদে চার নম্বর ওয়ার্ডের মহসীন, মো. এনু মিয়া, মো. সিরাজুল ইসলাম ও মো. দুলাল মিয়া এবং ছয় নম্বর ওয়ার্ডের মো. বাবুল মিয়া।
মুরাদনগর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. আজগর আলী এর সত্যতা নিশ্চিত করে বলেন, দেয়ালে ও গাছে পোস্টার সাঁটানোর দায়ে নয় প্রার্থীর প্রত্যেককে দুই হাজার করে মোট্ ১৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।