অন্তর্জাতিক ডেস্কঃ
আফগানিস্তানে বিক্ষোভ মিছিলে আত্মঘাতি হামলায় কমপক্ষে ৩২ জন নিহত হয়েছে। আহত হয়েছে ১২৮ জন। মঙ্গলবার নাঙ্গাহার প্রদেশের এ হামলা হয়। খবর এএফপির।
হতাহত ব্যক্তিরা প্রাদেশিক পুলিশ প্রধানের দ্বায়িত্বে এক কর্মকর্তাকে নিয়োগের প্রতিবাদে বিক্ষোভ করছিলেন।
স্থানীয় এক ব্যক্তি বলেন, ‘বিক্ষোভকারীরা জালালাবাদ শহরের একটি মহাসড়ক দখল করেছিল। এ সময় হঠাৎ আমি বিস্ফোরণের শব্দ পাই। এরপর দেখি রক্ত, মাংস। আমি এখন আমার বন্ধুদের খুঁজছি। তারা বেঁচে আছে কিনা মারা গেছে জানি না।’
এএফপির সাংবাদিক স্থানীয় একটি হাসপাতালে গিয়ে দেখেন, গুরুতর আহত রোগীরা সেবা পাচ্ছেন না। এত রোগীকে এক সাথে চিকিৎসা দিতে পারছে না কর্তৃপক্ষ। চিকিৎসক নেই, সরঞ্জাম নেই।
আফগানিস্তানে গেল কয়েক মাসে সহিংসতা বেড়েছে। একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে তালেবান।