আন্তর্জাতিক ডেস্ক:
ইউক্রেনে অ্যান্তোনোভ-১২ নামের একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়ে অন্তত পাঁচজন নিহত হয়েছে। দেশটির জরুরি মন্ত্রণালয় জানিয়েছে, বিমানটিতে সাত জন ক্রুসহ এক যাত্রী ছিলেন।
ইউক্রেন এয়ার অ্যালাইয়ান্সের বিমানটি স্পেনের ভিগো থেকে তুরস্কের ইস্তাম্বুলের উদ্দেশ্যে যাচ্ছিল। কিন্তু জ¦ালানি শেষ হয়ে যাওয়ার কারণে এটি বিমানবন্দরে অবতরণের আগেই বিধ্বস্ত হয়।
সোভিয়েত ইউনিয়ন এর তৈরি চার ইঞ্জিন বিশিষ্ট বিমানটি স্থানীয় সময় শুক্রবার সকাল ৭টা ১০ মিনিটে রাডারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে এটি বিমানবন্দর থেকে দেড় কিলোমিটার দূরে বিধ্বস্ত হয়।