অন্তর্জাতিক ডেস্কঃ
গত ৯ আগস্ট ইয়েমেনের একটি স্কুল বাসে হামালা চালায় সৌদি আরব। এতে নিহত হয় কমপক্ষে ৪০ জন শিশু। সম্প্রতি জানা যায়, ওই হামলায় ব্যবহৃত বোমাগুলো আমেরিকা থেকে সরবরাহকৃত। খবর সিএনএনের।
ইয়েমেনের স্থানীয় সাংবাদিক এবং সেখানকার বোমা বিশেষজ্ঞ দল আন্তর্জাতিক সংবাদসংস্থা সিএনএনকে সম্প্রতি এ তথ্য জানায়। ২২৭ কিলোগ্রাম ওজনের লেজার নিয়ন্ত্রিত ‘এমকে-৮২’ বোমা ইয়েমেনের ওই হামলায় চালানো হয়। এসব বোমা আমেরিকায় থেকে তৈরি হয়।
প্রায় একই বোমায় ২০১৬ সালের অক্টোবরে ইয়েমেনে বড় ধরনের হামলা চালায় সৌদি। এতে নিহত হয় ১৫৫ জন। পঙ্গুত্বের শিকার হয় কমপক্ষে শতাধিক লোক।
এছাড়াও মার্চে আমেরিকা থেকে কেনা বোমায় হামলা চালায় সৌদি আরব। এ হামলায় নিহত হয় ৯৭ জন লোক।