জাতীয় ডেস্কঃ
তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, ২০২১ সাল নাগাদ বাংলাদেশকে উন্নত দেশে পরিণত করবেন জননেত্রী শেখ হাসিনা। সেই লক্ষ্যে তিনি কাজ করে যাচ্ছেন।
শনিবার দুপুরে নাটোরের সিংড়ায় যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
জুনাইদ আহমেদ পলক বলেন, উন্নত দেশের অবদানে একজন নেতা রয়েছেন। যেমন মালয়েশিয়ার মহাথির মোহাম্মাদ, তেমনি ২০২১ সাল নাগাদ বাংলাদেশকে উন্নত দেশে পরিণত করবেন জননেত্রী শেখ হাসিনা। নির্বাচন ও আন্দোলনে যুবলীগের কর্মীদের পরীক্ষা দিতে হবে। ৩০ শতাংশ নতুন ভোটারকে ভবিষ্যৎ বাংলাদেশ গঠনে এগিয়ে আসতে হবে।
উপজেলা যুবলীগ সভাপতি শরিফুল ইসলাম শরিফের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কামরুল হাসান কামরানের পরিচালনায় আরো বক্তব্য রাখেন জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি এহিয়া চৌধুরী, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি জাহেদুল ইসলাম ভোলা, পৌর যুবলীগের সভাপতি সোহেল তালুকদার প্রমুখ।