খেলাধূলা ডেস্কঃ নারী ফুটবলের যখন জয়যাত্রা চলছে, তখন দেশের ছেলেদের ফুটবল দ্রুতগতিতে ধ্বংস হয়ে যাচ্ছিল। পাড়ার ক্লাবের কাছেও হারত তারা। কয়েকমাস আগে নতুন কোচ এসেছে। এশিয়ান গেমসে খুব দুর্দান্তভাবেই জয়ের ধারায় ফিরল বাংলাদেশ জাতীয় ফুটবল দল।এশিয়ান গেমসে শক্তিশালী কাতারকে হারিয়ে বাংলাদেশের ছেলেরা নতুন ইতিহাস সৃষ্টি করেছে।
আজ শনিবার জাকার্তায় অনুষ্ঠিত উত্তেজনাকর ম্যাচে ১-০ গোলের জয় পেয়েছে বাংলাদেশ। খেলার মূল সময় গোলশূন্যভাবে শেষ হয়েছিল। যোগ করা সময়ে জামাল ভূঁইয়ার গোলে ইতিহাস গড়ে বাংলাদেশ। এর আগে কখনই কাতারের মতো শক্তিশালী দলকে হারাতে পারেনি লাল সবুজের দল।
এই জয়ে এশিয়াড ফুটবলের নক আউট পর্বে উঠে গেল লাল-সবুজের দল। এশিয়ান গেমসে এর আগে ১৯৮২ সালে মালয়েশিয়া, ১৯৮৬ সালে নেপাল এবং ২০১৪ সালে আফগানিস্তানকে হারিয়েছিল বাংলাদেশ।