বেলাল উদ্দিন আহম্মদঃ
রোজ শনিবার, ২৭ ফেব্রুয়ারী ২০১৬ইং(মুরাদনগর বার্তা ডটকম):
কুমিল্লা নগরীর সদর দক্ষিণ উপজেলাধীন ঢুলিপাড়া এলাকায় শনিবার বিকালে দুই ভাইকে শ্বাসরোধ করে হত্যা ঘটনা ঘটে।
নিহত দুই শিশু হলো ঢুলিপাড়ার আবুল কালামের ছেলে মেহেদী হাসান জয় (৭) ও মেজবাউল হক মনিকে (৫)। বিকালে পুলিশ তাদের মরদেহ উদ্ধার করে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পারিবারিক কলহের জের ধরে আবুল কালামের প্রথম স্ত্রীর ছেলে ওয়ার্ল্ড ইউনিভার্সিটির ছাত্র মো. আল শফিউল ইসলাম ছোটন শনিবার বিকাল সাড়ে ৩টার দিকে তার সৎ ভাই জয় ও মনিকে গলায় রশি পেঁচিয়ে ও শ্বাসরোধে হত্যা করে লাশ ঘরের খাটের ওপর রেখে পালিয়ে যায়। এ সময় তাদের বাবা-মা বাড়িতে ছিলেন না। খবর পেয়ে বিকালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের লাশ উদ্ধার করে।
কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার মামুনুল হক জানান, ধারণা করা হচ্ছে তাদের গলায় রশি দিয়ে পেঁচিয়ে অথবা শ্বাসরোধে হত্যা করা হয়েছে। এর আগে হবিগঞ্জে চার শিশু হত্যা করে মাটির নিতে পুতে রাখা হয়। পরে পাঁচদিন পর তাদের লাশ উদ্ধার করা হয়।