কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ভাই নিহত হয়েছেন।
শুক্রবার বিকেল ৩টার দিকে সদর উপজেলার বাঁশমঙ্গল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত দুইজন আপন চাচাতো-জেঠাত ভাই। নিহতরা হলেন- একই উপজেলার আমড়াতলী ইউনিয়নের ভুবনঘর গ্রামের জনু মিয়ার ছেলে আরিফ হোসেন এবং মৃত রেনু মিয়ার ছেলে সাদ্দাম হোসেন।
কোতয়ালী মডেল থানার অধীন ছত্রখিল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই শাহিন কাদির জানান, তারা দ্রুতগতিতে একটি বিয়ের অনুষ্ঠানে শহরে যাওয়ার পথে বাঁশমঙ্গল এলাকায় পৌঁছার পর মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে মোটর সাইকেলসহ দুজনেই রাস্তার পাশে ছিটকে পড়ে ঘটনাস্থলে নিহত হন। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।