ঢাকা ০৬:১৭ পূর্বাহ্ন, বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ৯ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

কুমিল্লা-৩(মুরাদনগর) আসনে ধানের শীষের দাবিদার চার প্রার্থী

মো ঃ মোশাররফ হোসেন মনির:

কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনে বিএনপির দুই জনসহ ঐক্যফ্রন্টের মোট ৮ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। এদের মধ্যে বাছাইয়ে চার জন প্রার্থীর মনোনয়ন বাতিল করেছে রিটার্নিং অফিসার। আর বাকি ৪ জনের মধ্যে আলোচনার শীর্ষে রয়েছেন বিএনপি’র দুই প্রার্থী। এই দুই প্রার্থীই ধানের শীষের দাবিদার। তবে তাদের মধ্যে কে পাচ্ছেন ধানের শীষের টিকেট এ নিয়ে ভোটারদের মাঝে চলছে জল্পনা কল্পনা।

ঐক্যফ্রন্ট থেকে যে ৮জন মনোনয়নপত্র দাখিল করেছেন তারা হলেন বিএনপি ভাইস চেয়ারম্যান কাজী শাহ্ মোফাজ্জল হোসেন কায়কোবাদের ভাই, কনস্যুলার কর্পস ইন বাংলাদেশ (সিসিবি)’র সভাপতি ও ইয়েমেনের আনারারি কনসুল জেনারেল কেএম মজিবুল হক(বিএনপি), বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়ার স্ত্রী ও বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ড. শাহিদা রফিক(বিএনপি), মো: নজরুল ইসলাম (এনপিপি), মো: আনিছ (জাগপা), সৈয়দ মোস্তাক আহাম্মদ (মুসলিম লীগ), কামাল উদ্দিন ভুইয়া (প্রগতিশীল গনতান্ত্রিক দল), আকবর আমিন বাবুল ও মোস্তাক আহাম্মেদ (গণ ফোরাম)।

এদের মধ্যে বাছাই পর্বে কেএম মুজবুল হক(বিএনপি) বাতিল হলেও আফিল করে মনোনয়ন ফিরে পান। মো: নজরুল ইসলাম (এনপিপি), মো: আনিছ (জাগপা), আকবর আমিন বাবুল(গণ ফোরাম) ও সৈয়দ মোস্তাক আহাম্মদ (মুসলিম লীগ), মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
বর্তমানে বৈধ ৪ প্রার্থীর মধ্যে আলোচনার শীর্ষে রয়েছেন কেএম মুজবুল হক(বিএনপি) ও ড. শাহিদা রফিক(বিএনপি)।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

ছাত্র আন্দেলনে আহতদের হাসপাতালে দেখে উপদেষ্টারা প্রতিদিন অফিসে যাওয়া উচিত –কায়কোবাদ

কুমিল্লা-৩(মুরাদনগর) আসনে ধানের শীষের দাবিদার চার প্রার্থী

আপডেট সময় ০৪:০০:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ ডিসেম্বর ২০১৮
মো ঃ মোশাররফ হোসেন মনির:

কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনে বিএনপির দুই জনসহ ঐক্যফ্রন্টের মোট ৮ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। এদের মধ্যে বাছাইয়ে চার জন প্রার্থীর মনোনয়ন বাতিল করেছে রিটার্নিং অফিসার। আর বাকি ৪ জনের মধ্যে আলোচনার শীর্ষে রয়েছেন বিএনপি’র দুই প্রার্থী। এই দুই প্রার্থীই ধানের শীষের দাবিদার। তবে তাদের মধ্যে কে পাচ্ছেন ধানের শীষের টিকেট এ নিয়ে ভোটারদের মাঝে চলছে জল্পনা কল্পনা।

ঐক্যফ্রন্ট থেকে যে ৮জন মনোনয়নপত্র দাখিল করেছেন তারা হলেন বিএনপি ভাইস চেয়ারম্যান কাজী শাহ্ মোফাজ্জল হোসেন কায়কোবাদের ভাই, কনস্যুলার কর্পস ইন বাংলাদেশ (সিসিবি)’র সভাপতি ও ইয়েমেনের আনারারি কনসুল জেনারেল কেএম মজিবুল হক(বিএনপি), বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়ার স্ত্রী ও বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ড. শাহিদা রফিক(বিএনপি), মো: নজরুল ইসলাম (এনপিপি), মো: আনিছ (জাগপা), সৈয়দ মোস্তাক আহাম্মদ (মুসলিম লীগ), কামাল উদ্দিন ভুইয়া (প্রগতিশীল গনতান্ত্রিক দল), আকবর আমিন বাবুল ও মোস্তাক আহাম্মেদ (গণ ফোরাম)।

এদের মধ্যে বাছাই পর্বে কেএম মুজবুল হক(বিএনপি) বাতিল হলেও আফিল করে মনোনয়ন ফিরে পান। মো: নজরুল ইসলাম (এনপিপি), মো: আনিছ (জাগপা), আকবর আমিন বাবুল(গণ ফোরাম) ও সৈয়দ মোস্তাক আহাম্মদ (মুসলিম লীগ), মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
বর্তমানে বৈধ ৪ প্রার্থীর মধ্যে আলোচনার শীর্ষে রয়েছেন কেএম মুজবুল হক(বিএনপি) ও ড. শাহিদা রফিক(বিএনপি)।